India Pakistan Border Alert: ভারতের এই সীমান্ত এলাকায় বাড়ছে পাকিস্তানি গতিবিধি, কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠকে 'গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত সেনা প্রধানের!

Last Updated:

India Pakistan Border Alert: ভারত-পাকিস্তান সংঘাত আবহে বায়ুসেনার পরে এবার সেনার সতর্কতা নিয়ে জোর চর্চা শুরু দিল্লিতে। কোনওরকম ফাঁক রাখতে চায় না ভারতীয় সেনাবাহিনী। তাই তড়িঘড়ি রাজধানী দিল্লিতে সেনাপ্রধান বৈঠক সারলেন কমান্ডারদের সঙ্গে।

জরুরি বৈঠকে 'গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত
জরুরি বৈঠকে 'গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সংঘাত আবহে বায়ুসেনার পরে এবার সেনার সতর্কতা নিয়ে জোর চর্চা শুরু দিল্লিতে। কোনওরকম ফাঁক রাখতে চায় না ভারতীয় সেনাবাহিনী। তাই তড়িঘড়ি রাজধানী দিল্লিতে সেনাপ্রধান বৈঠক সারলেন কমান্ডারদের সঙ্গে।
ভারত পাক সীমান্ত সংঘর্ষের পরিবেশে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ভারতের পশ্চিম সীমানায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
প্রসঙ্গত গতকাল কর্ণেল সোফিয়া কুরেশি উল্লেখ করেছিলেন, ভারতের কাছে খবর আছে পাকিস্তান পশ্চিম সীমান্ত এলাকায় বাড়তি সেনা মোতায়েন-সহ নানা কার্যকলাপ চালাচ্ছে। তাই পশ্চিম সীমান্ত এলাকাগুলিতে বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের জরুরি বৈঠকে।
advertisement
উল্লেখ্য, গত দু’দিন ধরে ভারতীয় সেনা রাজস্থান, গুজরাত ও পঞ্জাবের একাংশে পাকিস্তানের নানা চক্রান্ত ব্যর্থ করেছে। একাধিক এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। ভারত-পাকিস্তান সংঘাত বিরতি চললেও তাই সতর্কতায় কোনও কসুর করতে চাইছে না ভারতীয় সেনা। আর সেই কারণেই সীমান্ত সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা সেরে ফেলতে ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতাই কমান্ডারদের সঙ্গে রবিবার দুপুরে দীর্ঘ বৈঠক সারলেন সেনা প্রধান।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan Border Alert: ভারতের এই সীমান্ত এলাকায় বাড়ছে পাকিস্তানি গতিবিধি, কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠকে 'গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত সেনা প্রধানের!
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement