'টিকিট কই আপনার...?' তড়িঘড়ি ডিউটিতে ফিরছিলেন সেনা জওয়ান, 'টিটি' যা করল তাঁর সঙ্গে, ভিডিও 'ফাঁস' হতেই ছুটল ঘাম!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতিতে ছুটি মাঝপথেই শেষ করে জরুরিকালীন পরিস্থিতিতে দ্রুত সীমান্তে দেশরক্ষার কাজে ফিরছিলেন সেনা অফিসাররা। কালবিলম্ব না করে তড়িঘড়ি রওনা দেন সেনা জওয়ান। কিন্তু এই সময়ই তাঁর সঙ্গে ঘটল অদ্ভুত ঘটনা।
ছুটিতে বাড়ি গিয়েছিলেন সেনাকর্মী। পরিবারের সঙ্গে বহুদিন পরে বেশ আনন্দের সঙ্গে কাটাচ্ছিলেন সময়। কিন্তু এরইমধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হল অস্থিরতা। ভারতের 'অপারেশন সিঁদুর' ও তাঁর পরবর্তী সংঘাত আবহে ড্রোন, এয়ারস্ট্রাইক, আঘাত, প্রত্যাঘাত শুরু হয় দুই দেশের মধ্যে। সংঘর্ষ বাড়তেই দ্রুত কাজে যোগ দেওয়ার তলব এল কর্মক্ষেত্র থেকে। Image : News18
advertisement
আর এই সময়ই ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতিতে ছুটি মাঝপথেই শেষ করে জরুরিকালীন পরিস্থিতিতে দ্রুত সীমান্তে দেশরক্ষার কাজে ফিরছিলেন সেনা অফিসাররা। দেশের সীমান্ত রক্ষার বড় দায়িত্ব যে তাঁদেরই ঘাড়ে। তাই কালবিলম্ব না করে তড়িঘড়ি রওনা দেন সেনা জওয়ান। কিন্তু এই সময়ই তাঁর সঙ্গে ঘটল অদ্ভুত ঘটনা। Image : File Image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি বলেন, সেনা জওয়ানদের সঙ্গে এ ধরনের আচরণ লজ্জাজনক এবং টিটিই-র বরং তাঁদের সাহায্য করা উচিত ছিল। এই গুরুতর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে। শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে ভারতীয় রেল এই বিষয়ে মন্তব্য করে জানিয়েছে, বিতর্কের কেন্দ্রে থাকা ওই টিটিইর নাম দিলজিৎ সিং। ঘটনায় মামলার তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট রেলকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।