India Pakistan Alert: রাজস্থান-পঞ্জাবে গ্রামে গ্রামে 'রেইকি', শুরু মাইকিং-সাইরেন! ডিজিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ

Last Updated:

India Pakistan Alert: 'অপারেশন সিঁদুর' পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক সেরে নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সীমান্তবর্তী এলাকার ডিজি, বিএসএফ, সিআইএসএফ-এর ডিজিদের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেন অমিত শাহ।

উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ সিং
উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ সিং
নয়াদিল্লি: ‘অপারেশন সিঁদুর’ পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার রাজ্যগুলির তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক সেরে নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সীমান্তবর্তী এলাকার ডিজি, বিএসএফ, সিআইএসএফ-এর ডিজিদের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেন অমিত শাহ। এবার বৈঠক সারলেন রাজনাথ সিং।
রাজস্থানের সঙ্গে দীর্ঘ সীমান্ত আছে পাকিস্তানের। সেই সব এলাকার গ্রামের রেইকি করা হয়েছে। সেই বিষয়ে রাজ্যের থেকে রিপোর্ট নিয়েছে কেন্দ্র। বিএসএফ এখনও এলাকার মানুষজনকে সরিয়ে না নিলেও সমস্ত গ্রামের তথ্য আনানো হয়েছে। বিএসএফ প্রায় ২৫ কিলোমিটার দূরত্ব অবধি এলাকায় বারবার গিয়ে কথা বলছে।
advertisement
advertisement
মনে করা হচ্ছে, পাকিস্তান লাগাতার রাজস্থান ও পঞ্জাবের সীমান্ত এলাকায় শেলিং করে যাবে। আজকে ভোর থেকে তাই রাজ্য প্রশাসনকে সঙ্গে নিয়ে সাইরেন ও মাইকিং করা হচ্ছে। বিশেষ করে এয়ারপোর্ট সন্নিহিত যে এলাকা আছে সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
এদিকে শুক্রবার সকালে চণ্ডীগড়ের পর অম্বালাতেও বেজে ওঠে এয়ার সাইরেন। যার অর্থ যে কোনও মুহূর্তে হতে পারে আক্রমণ। ভারতীয় বায়ুসেনা ঘাঁটি বা আইএএফ (IAF) থেকে সঙ্গে সঙ্গে সতর্ক করা হল বাসিন্দাদের। সমস্ত মানুষকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফেও সব বাসিন্দাদের বারান্দায় থাকতেও নিষেধ করা হয়েছে। চণ্ডীগড় প্রশাসনের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে সতর্কতামূলক বিজ্ঞপ্তি। লেখা রয়েছে, ‘বায়ুসেনার তরফে হামলার আশঙ্কা থেকে সতর্ক করা হয়েছে। সাইরেন বাজানো হয়েছে। সকলকে ঘরের ভিতরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan Alert: রাজস্থান-পঞ্জাবে গ্রামে গ্রামে 'রেইকি', শুরু মাইকিং-সাইরেন! ডিজিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement