'মুরগি' না, 'মাছ' না, 'ওমলেটও' নয়...! এটাই ভারতের প্রথম 'সাত্ত্বিক' ট্রেন, শুনলেই চমকাবেন 'নাম'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: অনেকক্ষেত্রেই রেলযাত্রীরা ট্রেনে পরিবেশিত খাবারের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধতার উপর আস্থা রাখেন না, বিশেষ করে যখন নিরামিষ এবং আমিষ খাবার একসঙ্গে প্রস্তুত করা হয়। সেক্ষেত্রে নিরামিষাশীরা অনেকেই ট্রেনের খাবার এড়িয়ে চলেন।
advertisement
advertisement
advertisement
নয়াদিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসে কেবল নিরামিষ খাবারই পরিবেশিত হচ্ছে না, একইসঙ্গে যাত্রীদের ট্রেনে আমিষ খাবার বা স্ন্যাকস আনারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং সার্ভিস (IRCTC) এবং 'সাত্ত্বিক কাউন্সিল অফ ইন্ডিয়া'-এর মধ্যে একটি চুক্তির আওতায় এই ট্রেনটিকে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নিরামিষভোজী ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
নয়াদিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস বিশেষভাবে মাতা বৈষ্ণোদেবীর ভক্তদের জন্য তৈরি একটি ট্রেন। এই পথে যাত্রীরা রেলযাত্রার সময় সাত্ত্বিক (বিশুদ্ধ নিরামিষ) খাবারই পেতে পছন্দ করেন। তাই এই কথা মাথায় রেখেই রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়ে, এই ট্রেনে পরিবেশিত খাবারে ডিম, মাংস বা যেকোনও ধরণের আমিষ উপাদান থাকবে না।
advertisement
advertisement
