চুষে নেয় শরীরের রক্ত...! অন্ধকারে কুটকুট করে কামড়ায় 'ছারপোকা', তুড়িতে তাড়ান নিমেষে! শিখে নিন ছোট্ট সহজ 'টোটকা'

Last Updated:
Bedbugs: গরমকাল মানেই যাবতীয় পোকামাকড়ের উপদ্রব। আর এই তালিকায় শীর্ষে থাকে ছারপোকা। এমন এই একটি জিনিস যা মানুষের জীবন তিতিবিরক্ত করে তোলে। দেখতে ছোট্ট হলে কী হবে, এই পোকা মুহূর্তের মধ্যে ছেয়ে ফেলতে পারে গোটা বাড়ি। আর গরমে এর বিস্তার বিপুল।
1/23
গরমকাল মানেই যাবতীয় পোকামাকড়ের উপদ্রব। আর এই তালিকায় শীর্ষে থাকে ছারপোকা। এমন এই একটি জিনিস যা মানুষের জীবন তিতিবিরক্ত করে তোলে। দেখতে ছোট্ট হলে কী হবে, এই পোকা মুহূর্তের মধ্যে ছেয়ে ফেলতে পারে গোটা বাড়ি। আর গরমে এর বিস্তার বিপুল।
গরমকাল মানেই যাবতীয় পোকামাকড়ের উপদ্রব। আর এই তালিকায় শীর্ষে থাকে ছারপোকা। এমন এই একটি জিনিস যা মানুষের জীবন তিতিবিরক্ত করে তোলে। দেখতে ছোট্ট হলে কী হবে, এই পোকা মুহূর্তের মধ্যে ছেয়ে ফেলতে পারে গোটা বাড়ি। আর গরমে এর বিস্তার বিপুল।
advertisement
2/23
ছারপোকার যন্ত্রণা থেকে নিস্তার নেই এমনকি ব্রিটেন–আমেরিকার মতো দেশেও। আমাদের দেশে তো বটেই, এমনকি উন্নত দেশগুলির হোটেলের বিছানায়ও ছারপোকা থাকে। সোফায় বসলে কুট কুট করে কামড়াতে থাকে আড়াল থেকে।
ছারপোকার যন্ত্রণা থেকে নিস্তার নেই এমনকি ব্রিটেন–আমেরিকার মতো দেশেও। আমাদের দেশে তো বটেই, এমনকি উন্নত দেশগুলির হোটেলের বিছানায়ও ছারপোকা থাকে। সোফায় বসলে কুট কুট করে কামড়াতে থাকে আড়াল থেকে।
advertisement
3/23
এই সর্বব্যাপী সমস্যা নিয়ে মাঝেমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেখা যায়। কিন্তু কেউ উল্লেখযোগ্য সমাধান দিতে পারে না। কিন্তু সত্যি কি পেস কন্ট্রোল ছাড়া ছারপোকার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়?
এই সর্বব্যাপী সমস্যা নিয়ে মাঝেমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেখা যায়। কিন্তু কেউ উল্লেখযোগ্য সমাধান দিতে পারে না। কিন্তু সত্যি কি পেস কন্ট্রোল ছাড়া ছারপোকার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়?
advertisement
4/23
আসলে ছারপোকা দমন করা কঠিন তাঁর অন্যতম একটি কারণ হল, এরা খুব সহজেই কীটনাশক–সহনীয় হয়ে উঠতে পারে। এরা বালিশের কোনায় বা বিছানার নীচেই শুধু ঘাপটি মেরে থাকে না।
আসলে ছারপোকা দমন করা কঠিন তাঁর অন্যতম একটি কারণ হল, এরা খুব সহজেই কীটনাশক–সহনীয় হয়ে উঠতে পারে। এরা বালিশের কোনায় বা বিছানার নীচেই শুধু ঘাপটি মেরে থাকে না।
advertisement
5/23
বাসে, ট্রেনে এমনকি প্লেনের আসনগুলিতেও ছারপোকা থাকতে পারে। আর সেই সুবাদে আপনার জামাকাপড়, ব্যাগ থেকে জুতো যে কোনও কিছুতেই রয়ে যেতে পারে ছাড়পোকা। আর দীর্ঘ পথে ভ্রমণের পর আপনি যখন বাড়ি যাবেন, ছারপোকাও আপনার সঙ্গে সঙ্গে যায়। আর তারপরে বংশ বিস্তার করে নিমেষে।
বাসে, ট্রেনে এমনকি প্লেনের আসনগুলিতেও ছারপোকা থাকতে পারে। আর সেই সুবাদে আপনার জামাকাপড়, ব্যাগ থেকে জুতো যে কোনও কিছুতেই রয়ে যেতে পারে ছাড়পোকা। আর দীর্ঘ পথে ভ্রমণের পর আপনি যখন বাড়ি যাবেন, ছারপোকাও আপনার সঙ্গে সঙ্গে যায়। আর তারপরে বংশ বিস্তার করে নিমেষে।
advertisement
6/23
রাতে আমরা ঘুমিয়ে পড়লেই অন্ধকার থেকে বেরিয়ে এসে আমাদের রক্ত চোষা শুরু করে এই ছোট্ট অথচ ভয়ানক পোকাগুলো। আমরা জানি, ডিডিটির মতো বিষাক্ত পাউডারে হয়তো ছারপোকা মরে যায়। কিন্তু সারা বিশ্বে এই কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ।
রাতে আমরা ঘুমিয়ে পড়লেই অন্ধকার থেকে বেরিয়ে এসে আমাদের রক্ত চোষা শুরু করে এই ছোট্ট অথচ ভয়ানক পোকাগুলো। আমরা জানি, ডিডিটির মতো বিষাক্ত পাউডারে হয়তো ছারপোকা মরে যায়। কিন্তু সারা বিশ্বে এই কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ।
advertisement
7/23
কারণ গবেষণায় উঠে এসেছে যে এই ডিডিটি থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে। ছারপোকা তাড়াতে কম শক্তির কীটনাশকে কাজ হয় না। আবার বাজারে ছারপোকা মারার অব্যর্থ ওষুধ বলে যা বিক্রি করা হয়, ওগুলো ব্যবহার করা বিপজ্জনক। কারণ সেগুলি রাসায়নিক ভর্তি এবং এতই বিষাক্ত যে শুধু ছারপোকাই না, ব্যবহারকারী মানুষের জীবনও তাতে বিপন্ন হতে পারে।
কারণ গবেষণায় উঠে এসেছে যে এই ডিডিটি থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে। ছারপোকা তাড়াতে কম শক্তির কীটনাশকে কাজ হয় না। আবার বাজারে ছারপোকা মারার অব্যর্থ ওষুধ বলে যা বিক্রি করা হয়, ওগুলো ব্যবহার করা বিপজ্জনক। কারণ সেগুলি রাসায়নিক ভর্তি এবং এতই বিষাক্ত যে শুধু ছারপোকাই না, ব্যবহারকারী মানুষের জীবনও তাতে বিপন্ন হতে পারে।
advertisement
8/23
ছারপোকা কীভাবে কীটনাশক–সহনীয় হয়ে উঠতে পারল, সে সম্পর্কে বিজ্ঞানীরা বলেন, ওদের গায়ের ছাল ক্রমেই এত পুরু হয়ে উঠেছে যে সহজে পোকা মারার ওষুধ শরীরের ভেতর ঢুকতে পারে না।
ছারপোকা কীভাবে কীটনাশক–সহনীয় হয়ে উঠতে পারল, সে সম্পর্কে বিজ্ঞানীরা বলেন, ওদের গায়ের ছাল ক্রমেই এত পুরু হয়ে উঠেছে যে সহজে পোকা মারার ওষুধ শরীরের ভেতর ঢুকতে পারে না।
advertisement
9/23
আর দ্বিতীয় কারণ হল, এই ছাড়পোকাগুলির বিপাক প্রক্রিয়ার দারুণ প্রতিরোধদক্ষতা আছে। ওদের পেট থেকে বিষ নিষ্ক্রিয় করার দক্ষতাসম্পন্ন একধরনের জৈবরাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। ফলে এখন আর প্রচলিত ওষুধে কাজ হয় না।
আর দ্বিতীয় কারণ হল, এই ছাড়পোকাগুলির বিপাক প্রক্রিয়ার দারুণ প্রতিরোধদক্ষতা আছে। ওদের পেট থেকে বিষ নিষ্ক্রিয় করার দক্ষতাসম্পন্ন একধরনের জৈবরাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। ফলে এখন আর প্রচলিত ওষুধে কাজ হয় না।
advertisement
10/23
এ বিষয়ে দ্য নিউইয়র্ক টাইমস, বিশেষভাবে প্রাকৃতিক কীটনাশকের উপর নির্ভর করার পরামর্শ দিচ্ছে। আবার একইসঙ্গে দেখা যাচ্ছে ছারপোকা দমনে কার্যকরী ভূমিকা নিতে সক্ষম বিউভেরিয়া ব্যাসিয়ানা (Beauveria bassiana) নামের একধরনের ফাঙ্গাস।
এ বিষয়ে দ্য নিউইয়র্ক টাইমস, বিশেষভাবে প্রাকৃতিক কীটনাশকের উপর নির্ভর করার পরামর্শ দিচ্ছে। আবার একইসঙ্গে দেখা যাচ্ছে ছারপোকা দমনে কার্যকরী ভূমিকা নিতে সক্ষম বিউভেরিয়া ব্যাসিয়ানা (Beauveria bassiana) নামের একধরনের ফাঙ্গাস।
advertisement
11/23
তবে আজ এই প্রতিবেদনে শেয়ার করা যাক এমন কিছু ছারপোকা তাড়ানোর মোক্ষম টোটকা যা দুর্দান্ত কার্যকরী আবার তার ব্যবহারের কোনও রাসায়নিক প্রতিক্রিয়া নেই। চলুন কী সেই কার্যকরী উপায় যা দিয়ে এই গরমে আপনি সহজেই আর নির্ঝঞ্ঝাটে বাড়ি থেকে নির্মূল করতে পারেন ছারপোকার মতো উপদ্রবকে।
তবে আজ এই প্রতিবেদনে শেয়ার করা যাক এমন কিছু ছারপোকা তাড়ানোর মোক্ষম টোটকা যা দুর্দান্ত কার্যকরী আবার তার ব্যবহারের কোনও রাসায়নিক প্রতিক্রিয়া নেই। চলুন কী সেই কার্যকরী উপায় যা দিয়ে এই গরমে আপনি সহজেই আর নির্ঝঞ্ঝাটে বাড়ি থেকে নির্মূল করতে পারেন ছারপোকার মতো উপদ্রবকে।
advertisement
12/23
টিপস ১: প্রথমে স্যাভলন বা ডেটল যে কোন একটি নিন। আর লাগবে জল। ২৫০ গ্রাম জলের জন্য ৪ চা চামচ স্যাভলন বা ডেটল নিন। জলের পরিমান কম বেশি নিলে স্যাভলনের পরিমানও কম বেশি নিতে হবে।
টিপস ১: প্রথমে স্যাভলন বা ডেটল যে কোন একটি নিন। আর লাগবে জল। ২৫০ গ্রাম জলের জন্য ৪ চা চামচ স্যাভলন বা ডেটল নিন। জলের পরিমান কম বেশি নিলে স্যাভলনের পরিমানও কম বেশি নিতে হবে।
advertisement
13/23
১) জল ও স্যাভলন ভাল করে মিশিয়ে একটি বোতলে নিয়ে নিন। ভালভাবে মেশানো জরুরি। কারণ ভাল ভাবে না মেশালে এটি কার্যকরী হবে না। তারপর বোতলের সঙ্গে একটি স্প্রের মুখ লাগিয়ে স্প্রে করে দিন নির্ধারিত জায়গাগুলিতে।
১) জল ও স্যাভলন ভাল করে মিশিয়ে একটি বোতলে নিয়ে নিন। ভালভাবে মেশানো জরুরি। কারণ ভাল ভাবে না মেশালে এটি কার্যকরী হবে না। তারপর বোতলের সঙ্গে একটি স্প্রের মুখ লাগিয়ে স্প্রে করে দিন নির্ধারিত জায়গাগুলিতে।
advertisement
14/23
যেখানে যেখানে ছারপোকা ঘুরে বেড়ায় সেখানে সেখানে স্প্রে করতে হবে। দেখবেন ৫ মিনিটের মধ্যে ছারপোকা মরে যাবে বা পালাবে। আর কখনও আসবে না। পরপর এক সপ্তাহর মত স্প্রে করলে দেখবেন আপনার ঘর পুরোপুরি ছারপোকা মুক্ত হয়ে যাবে।
যেখানে যেখানে ছারপোকা ঘুরে বেড়ায় সেখানে সেখানে স্প্রে করতে হবে। দেখবেন ৫ মিনিটের মধ্যে ছারপোকা মরে যাবে বা পালাবে। আর কখনও আসবে না। পরপর এক সপ্তাহর মত স্প্রে করলে দেখবেন আপনার ঘর পুরোপুরি ছারপোকা মুক্ত হয়ে যাবে।
advertisement
15/23
২) এ জন্য লাগবে শশা এবং পরিমাণ মত জল। সাধারণ জল নিলেই হবে। প্রথমে আপনি শশাটা কেটে নিন গোল গোল করে। খুব বেশি মোটা করে কাটবেন না। যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় সে রকম করে পাতলা পাতলা কাটবেন। খোসা-সহ কেটে নিন।
২) এ জন্য লাগবে শশা এবং পরিমাণ মত জল। সাধারণ জল নিলেই হবে। প্রথমে আপনি শশাটা কেটে নিন গোল গোল করে। খুব বেশি মোটা করে কাটবেন না। যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় সে রকম করে পাতলা পাতলা কাটবেন। খোসা-সহ কেটে নিন।
advertisement
advertisement
advertisement