All Party Meeting: 'অপারেশন সিঁদুর’-র পর কি আরও কোনও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? জানা যাবে কিছুক্ষণেই

Last Updated:

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া জবাব যে দেওয়া হবে, গত কয়েকদিনে তা বারবার বুঝিয়ে দিয়েছিল কেন্দ্র। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করা হয়। গত কয়েকদিনে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী।

News18
News18
নয়াদিল্লি: পহেলগাঁও হামলার ১৫ দিনের মধ্যেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ঘাঁটি। এই ‘অপারেশন সিঁদুর’-এর পরেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে চড়েছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান। ভারতের এই প্রত্যাঘাতের পর থেকেই অশান্ত নিয়ন্ত্রণরেখা। অপারেশন সিঁদুর নিয়ে ‘ব্রিফ’ করতে সর্বদলীয় বৈঠক ডাকল  কেন্দ্রীয় সরকার।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া জবাব যে দেওয়া হবে, গত কয়েকদিনে তা বারবার বুঝিয়ে দিয়েছিল কেন্দ্র। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করা হয়। গত কয়েকদিনে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার এই অভিযানের কথা সামনে আসতেই সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছে দেশবাসী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের মন্ত্রীরাও ভারতীয় সেনাকে কুর্ণিশ জানিয়েছেন।  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতোই সেনাকে অভিবাদন এবং স্যালুট জানিয়েছেন বিরোধী দলেনেতা রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, আসাদউদ্দিন ওয়াইসি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়েরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
All Party Meeting: 'অপারেশন সিঁদুর’-র পর কি আরও কোনও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? জানা যাবে কিছুক্ষণেই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement