India Pak Relation: শেষ হতে চলেছে দেশ ছাড়ার চূড়ান্ত সময়সীমা, কতজন পাক নাগরিক ফিরে গেলেন নিজেদের দেশে?

Last Updated:

অন্যদিকে, পাকিস্তান থেকে ভারতেও ফিরে এসেছেন ৬২৯ জন। এদের মধ্যে রয়েছেন ১৩ জন কূটনীতিকও। পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তাঁরা ফিরে এসেছেন।

ইতিমধ্যেই  বহু নাগরিক দেশে ফিরে গিয়েছেন। (প্রতীকী ছবি)
ইতিমধ্যেই বহু নাগরিক দেশে ফিরে গিয়েছেন। (প্রতীকী ছবি)
নয়াদিল্লি: পাক নাগরিকদের নিজেদের দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। সেই সময়সীমা শেষ হচ্ছে আজ। ইতিমধ্যেই ২৭২ জন পাক নাগরিক দেশে ফিরেছেন আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে। রবিবার এই সময়সীমা শেষ হওয়ার আগে আরও কয়েকশ মানুষ আবারও সীমান্ত পেরিয়ে নিজের দেশে ফিরে যাবেন বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, পাকিস্তান থেকে ভারতেও ফিরে এসেছেন ৬২৯ জন। এদের মধ্যে রয়েছেন ১৩ জন কূটনীতিকও। পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তাঁরা ফিরে এসেছেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গিহানার ঘটনা ঘটে আর তারপরেই ভারতে থাকা পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ জারি করে কেন্দ্র।
advertisement
advertisement
সার্ক ভিসা নিয়ে আসা পাক নাগরিকদের চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল ২৭ এপ্রিল তা শেষ হচ্ছে আজ। যারা মেডিক্যাল ভিসা নিয়ে এসেছেন তাঁদের আগামী ২৯ তারিখ পর্যন্ত রয়েছে।
আজকের মধ্যে ব্যবসায়ী, ফিল্মের সঙ্গে যুক্ত ব্যক্তি, সাংবাদিক, পড়ুয়া, এবং তীর্থযাত্রীদের দেশ ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। সূত্রের মতে, এপ্রিলের ২৫ তারিখে ১৯১ জন পাক নাগরিক এবং ২৬ তারিখ ৮১ জন নাগরিক নিজেদের দেশে ফিরে গিয়েছেন।
advertisement
ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাক নাগরিকদের চিহ্নিত করে তাঁদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র দফতর। সেই তথ্য থেকেই জানা গিয়েছে, ৫০৫০ জন পাক নাগরিক মহারাষ্ট্রে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই লং টার্ম ভিসায় রয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pak Relation: শেষ হতে চলেছে দেশ ছাড়ার চূড়ান্ত সময়সীমা, কতজন পাক নাগরিক ফিরে গেলেন নিজেদের দেশে?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement