India News: 'বাবা, আমি পেরেছি...'বাবার মৃত্যুসংবাদ আর নিজের সবচেয়ে সাফল্য সংবাদ একই সঙ্গে পেল মেয়ে! উদয়পুরে বেদনাদায়ক ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India News: মেয়ে রিমি সেই খবর পেয়ে মৃত বাবার উদ্দেশ্যে বলে, “বাবা, আপনি চেয়েছিলেন না যে আমি সিএ হই…দেখুন, আমি হয়ে গেছি। কিন্তু এখন আপনি আমার সঙ্গে নেই।”
উদয়পুর: কথায় আছে, জীবন কখনও সুখের রং দেখায়, তো কখনও দুঃখের। এমনই একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে উদয়পুর জেলার কানোড়ে। একই দিনে একটি পরিবার পেল সবচেয়ে সুখের এবং সবচেয়ে গভীর দুঃখের খবর। ভীন্ডর-এর প্রাক্তন প্রধান করণ সিং কোঠারি-এর ভাগ্নে এবং কানোড়-এর যুব ব্যবসায়ী রাহুল কোঠারি (পুত্র মনোজ কোঠারি)-এর আকস্মিক হার্ট অ্যাটাক-এ মৃত্যু হয়েছে। সেই খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার এবং আত্মীয়রা রীতিমতো স্তম্ভিত।
advertisement
তবে, এই শোকের সময় আরেকটি খবর এসেছে যা সবাইকে আবেগপ্রবণ করে দিয়েছে। রাহুল কোঠারির মেয়ে রিমি কোঠারির সিএ ফাইনাল রেজাল্ট এসেছে, যেখানে সে অল ইন্ডিয়া-তে ৩১তম র্যাঙ্ক অর্জন করেছে এবং উদয়পুর জেলার টপার হয়েছে। যে মুহূর্তে এই খবর এসেছে, তা আনন্দের হওয়া উচিত ছিল। কিন্তু সেই বাড়িতেই শোকের ছায়া নেমে এসেছে। পিতার মৃত্যু সেই আনন্দকে ম্লান করে দিয়েছে।
advertisement
advertisement
মেয়ে রিমি সেই খবর পেয়ে মৃত বাবার উদ্দেশ্যে বলে, “বাবা, আপনি চেয়েছিলেন না যে আমি সিএ হই…দেখুন, আমি হয়ে গেছি। কিন্তু এখন আপনি আমার সঙ্গে নেই।”
advertisement
তার এই মন্তব্যগুলি বাড়িতে উপস্থিত প্রতিটি ব্যক্তির চোখে জল এনে দিয়েছে। যে মেয়ে বাবার পিঠ চাপড়ানোর আশা করেছিল, সে আজ তার চোখের জল দিয়ে নিজেকে সামলাচ্ছে। বহু মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে। রিমির এই প্রাপ্তির খবর উদয়পুর পেরিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এই কাহিনি মনে করিয়ে দেয়, কখনও কখনও ভাগ্য সুখ এবং দুঃখ দুটোই একসঙ্গে দেয়। পুরো কানোড় এবং ভীন্ডর এলাকা এই আবেগপ্রবণ ঘটনাটি থেকে গভীরভাবে স্তব্ধ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 8:01 PM IST

