আবার সার্জিক্যাল স্ট্রাইক? পাক-জঙ্গিদের সবক শেখাতে চায় সেনা

Last Updated:

সোপিয়ানে পুলিশকর্মীদের খুনের ঘটনার পরই রাষ্ট্রসঙ্ঘে ভারত-পাক বিদেশমন্ত্রীদের বৈঠক বাতিল করেছে কেন্দ্র৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সিদ্ধান্তকে 'নেতিবাচক' ও 'অহংকারী' আখ্যা দিয়েছেন৷

#নয়াদিল্লি: ভারতের সঙ্গে আলোচনা চেয়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, তখন আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক প্রয়োজন বোধ করছে ভারতীয় সেনা৷ সেনাপ্রধান বিপীন রাওয়াতের বক্তব্য, সন্ত্রাসবাদীদের সবক শেখাতে সীমান্তে আরেকটি সার্জিক্যাল স্ট্রাইক দরকার ভারতের৷
সেনাপ্রধান বিপীন রাওয়াত সেনাপ্রধান বিপীন রাওয়াত
গত শুক্রবারই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে দুই পুলিশ অফিসারকে অপহরণ করে খুন করেছে জঙ্গিরা৷ সপ্তাহ খানেক আগে বিএসএফ-এর এক জওয়ান শহিদ হয়েছেন পাক সেনার হামলায়৷ সব মিলিয়ে উত্তপ্ত সীমান্ত৷
advertisement
এহেন পরিস্থিতিতে ইন্ডিয়া টুডে-কে সেনাপ্রধান বিপীন রাওয়াত জানালেন, যতক্ষণ না পাকিস্তান সরকার তাদের সেনা ও আইএসআই-কে নিয়ন্ত্রণ করতে পারছে, ততক্ষণ পরিস্থিতি উন্নত হবে না৷ সেনাপ্রধানের কথায়, 'পুলিশদের টার্গেট করছে জঙ্গিরা৷ বোঝাই যাচ্ছে অবসাদে ভুগছে তারা৷'
advertisement
advertisement
সোপিয়ানে পুলিশকর্মীদের খুনের ঘটনার পরই রাষ্ট্রসঙ্ঘে ভারত-পাক বিদেশমন্ত্রীদের বৈঠক বাতিল করেছে কেন্দ্র৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সিদ্ধান্তকে 'নেতিবাচক' ও 'অহংকারী' আখ্যা দিয়েছেন৷
দেখুন ভারতীয় সেনার স্পেশাল অপারেশন সার্জিক্যাল স্ট্রাইক, হিস্ট্রি টিভি-র বিশেষ ভিডিও
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আবার সার্জিক্যাল স্ট্রাইক? পাক-জঙ্গিদের সবক শেখাতে চায় সেনা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement