Pakistan Iran Conflict: 'আত্মরক্ষায় পদক্ষেপ করতেই হয়!' পাকিস্তানে ইরানের মিসাইল হামলার পর বলল ভারত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে জইশ আল অদল জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র এবং দ্রোন হামলা চালায় ইরান৷
নয়াদিল্লি: পাকিস্তানে ইরানের মিসাইল হামলার ঘটনাটি একান্তই ওই দুটি দেশের পারস্পরিক বিষয়৷ বুধবার বিবৃতি জারি করে জানিয়ে দিল নয়াদিল্লি৷ যদিও পাকিস্তানের অস্বস্তি বাড়িয়ে একই সঙ্গে ওই বিবৃতিতে নয়াদিল্লি জানিয়েছে, আত্মরক্ষায় কোনও দেশকে কখন পদক্ষেপ করতে হয়, সেটা আমরা বুঝি৷
এই বার্তার মধ্যে দিয়ে আসলে ভারত যে জঙ্গিদের মদত দেওয়ার জন্য পাকিস্তানকেই নাম না করে নিশানা করল, তা বলার অপেক্ষা রাখে না৷ কারণ ইরানেরও অভিযোগ, পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে থেকেই বালোচ জঙ্গিরা একাধিকবার তাদের দেশের নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালিয়েছে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে জইশ আল অদল জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র এবং দ্রোন হামলা চালায় ইরান৷ এই হামলার পর পাকিস্তান এবং ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে৷ ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান৷ ইরানের রাষ্ট্রদূতকে দেশ ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার৷ তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে এনেছে ইসলামাবাদ৷
advertisement
স্বভাবতই এই ঘটনার পর দু দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে৷ সংবাদসংস্থা এএফপি-র রিপোর্টে অবশ্য দাবি করা হয়েছে, অতীতে অনেক বার পাকিস্তানকে নরমে গরমে জঙ্গিদের মদত বা আশ্রয় না দেওয়ার জন্য আর্জি জানিয়েছিল ইরান৷ তাতেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত মিসাইল হামলার পথে হাঁটে তেহরান৷
ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এটা সম্পূর্ণভাবে ইরান এবং পাকিস্তানের বিষয়৷ ভারত বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনওরকম আপোস করে না৷ আমরা বুঝতে পারি যে আত্মরক্ষার তাগিদেই অনেক দেশকে পদক্ষেপ করতে হয়৷
advertisement
পাকিস্তানে হামলা চালানোর ঠিক আগের দিন অবশ্য একই ভাবে সিরিয়া এবং ইরাকেও ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান৷ পাকিস্তান অবশ্য দাবি করেছে, ইরানের এই হামলায় দুটি শিশুর মৃত্যু হয়েছে৷ ইরানকে হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দিয়ে ইসলামাবাদ জানিয়েছে, ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে পাকিস্তানের সার্বভৌমত্বের উপরে এই আঘাতের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং এর ভবিষ্যৎ পরিণতির যাবতীয় দায় যে তেহরানের, সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 12:36 AM IST