Free Fire Game: ফ্রি ফায়ার গেমের আইডি নিয়ে বিবাদ, ফরাক্কায় বন্ধুকে খুন করে দেহ পুড়িয়ে দিল চার বন্ধু

Last Updated:

পাপাই সহ তার চার বন্ধু অনিক কর্মকার, রৌশন জমাদার, আব্বাস সেখ ও শুভজিৎ মাজি- এই পাঁচজনেরই মোবাইল গেমে প্রচণ্ড আসক্তি ছিল।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ফরাক্কা: বন্ধুদের সঙ্গে গেম খেলার নেশা৷ আর সেই নেশাই কাল হল ফরাক্কার বাসিন্দা স্কুল ছুট এক তরুণের৷ গেম খেলা নিয়ে বচসার জেরে বন্ধুদের হাতেই খুন হতে হল বন্ধুকে।
গত ৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ফরাক্কা ব্যারেজ আবাসনের বাসিন্দা পাপাই দাস (১৮)। সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি সে। ফোনেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা।
অনেক খোঁজাখুঁজি করেও কোনও খোঁজ না পাওয়ায় ১১ জানুয়ারি ফরাক্কা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন পাপাইয়ের মা পূর্ণিমা দাস। সাতদিন নিখোঁজ থাকার পর সন্ধ্যায় ফরাক্কার নিশ্চিন্দ্রা নৌকা ঘাটের পাশে ফিডার ক্যানেলের ধার থেকে পুলিশ উদ্ধার করে ওই যুবকের মৃতদেহ। দেহের মধ্যে পোড়া দাগ ছিল।
advertisement
advertisement
মুর্শিদাবাদের ফরাক্কা বাঁধ প্রকল্পের আবাসনের ৯ নম্বর ব্লকে পাপাইদের বাড়ি। পাপাই সহ তার চার বন্ধু অনিক কর্মকার, রৌশন জমাদার, আব্বাস সেখ ও শুভজিৎ মাজি- এই পাঁচজনেরই মোবাইল গেমে প্রচণ্ড আসক্তি ছিল। প্রতিদিন ফিডার ক্যানেলের ধারে ঘণ্টার পর ঘণ্টা তারা মোবাইলে গেম খেলত বলে প্রতিবেশীরা জানান।
advertisement
এই তথ্য হাতে পেয়েই ফরাক্কা থানার পুলিশ বুধবার সকালে পাপাইয়ের বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের চাপের সামনে শেষ পর্যন্ত ওই চার তরুণ পাপাইকে খুনের কথা স্বীকার করে৷ পুলিশের জেরাই তারা স্বীকার করে, অনিকের কাছ থেকে একটি ফ্রি ফায়ারের আইডি ২ হাজার টাকার বিনিময়ে কিনেছিল পাপাই। কিছুদিন পর অনিক আবার খেলার জন্য ওই ফ্রি আই ডি পাপাইয়ের কাছ থেকে নেয়। কিন্তু পরবর্তীতে পাপাই সেই ফ্রি আইডি চাইলে অনিক আর সেটি দেয়নি বলে অভিযোগ। এবং অনিক, রৌশন ও আব্বাসের সহযোগিতায় সেই ফ্রি আই ডি নিজেদের নামে করে নেয়। আর তা নিয়েই শুরু হয় পাপাইয়ের সঙ্গে চার বন্ধুর ঝামেলা।
advertisement
এর পরেই তারা পাপাইকে খুন করে বলে অভিযোগ। দেহ যাতে শনাক্ত না করা যায়, তাই গাড়ি থেকে পেট্রোল বের করে দেহটি জ্বালানোর চেষ্টা করে তারা। দেহটি লোপাট করতে সেটি জঙ্গলের মধ্যে ফেলে আসে অভিযুক্তরা।
মৃত পাপাইয়ের মা পূর্ণিমা দাস ও বাবাকে বুধবার থানায় ডেকে এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মা পূর্ণিমা দাস বলেন, ওরা পাঁচ বন্ধু মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত থাকত। সেই কারণে বাড়িতে অনেক বকাবকি করতাম। কিন্তু মোবাইলের জন্যই যে আমার ছেলেকে খুন করে দেবে, সেটা ভাবতেও পারিনি। পুলিশ আমাদের গোটা ঘটনাটা জানালে বুঝতে পারি ওই চারজন বন্ধু মিলেই আমার ছেলেকে নিষ্ঠুরভাবে খুন করেছে। আমি ওদের কঠোর শাস্তি চাই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Fire Game: ফ্রি ফায়ার গেমের আইডি নিয়ে বিবাদ, ফরাক্কায় বন্ধুকে খুন করে দেহ পুড়িয়ে দিল চার বন্ধু
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement