S Jaishankar: ‘খারাপ প্রতিবেশীদের হাত থেকে নিজেকে রক্ষা করার অধিকার ভারতের আছে’! সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি জয়শঙ্করের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
S Jaishankar: সন্ত্রাসবাদকে মদত দেয় এমন প্রতিবেশীদের সঙ্গে কোনওভাবেই সমঝোতা করবে না নয়া দিল্লি, ভারত-পাক সম্পর্ক নিয়ে শুক্রবার ফের কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের সুর চড়াল ভারত৷ সন্ত্রাসবাদকে মদত দেয় এমন প্রতিবেশীদের সঙ্গে কোনওভাবেই সমঝোতা করবে না নয়া দিল্লি, ভারত-পাক সম্পর্ক নিয়ে শুক্রবার ফের কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দমূলক সম্পর্ক এবং সন্ত্রাসবাদে ইন্ধন জোগানো, দুটি কখনও একসঙ্গে চলতে পারে না৷
আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘‘কিন্তু যারা খারাপ প্রতিবেশী এবং সন্ত্রাসবাদে লিপ্ত থাকে, তাদের ক্ষেত্রে ভারত তার জনগণকে রক্ষা করার সম্পূর্ণ অধিকার রাখে এবং প্রয়োজনীয় সবকিছু করবে। একদিকে জলের ভাগও চাইবেন, অন্যদিকে আমাদের দেশে সন্ত্রাসবাদও ছড়াবেন, তা হয় না৷’’
বিদেশমন্ত্রী ভারতের পররাষ্ট্র নীতি ‘সাধারণ বুদ্ধি (কমন সেন্স)’-এর উপর আধারিত৷ ভারতের ‘খারাপ প্রতিবেশীদের’ সম্পর্কে তিনি বলেন সহযোগিতামূলক প্রতিবেশী ও শত্রুভাবাপন্ন প্রতিবেশীর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে৷
advertisement
advertisement
‘‘খারাপ প্রতিবেশী থাকতেই পারে৷ দুর্ভাগ্যজনকভাবে আমাদেরও রয়েছে৷ পশ্চিম দিকের প্রতিবেশীর দিকে তাকালেই বোঝা যায়। যদি কোনও দেশ ইচ্ছাকৃতভাবে, ধারাবাহিকভাবে এবং অনুতাপহীনভাবে সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জনগণকে রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা সেই অধিকার প্রয়োগ করব। কীভাবে তা করব, সেটা আমাদের বিষয়। আমাদের কী করা উচিত বা উচিত নয়—এটা কেউ আমাদের বলে দিতে পারে না। নিজেদের রক্ষার জন্য যা দরকার, আমরা তাই করব৷’’
advertisement
“বহু বছর আগে আমরা জলের ভাগ নিয়ে একটি চুক্তি করেছিলাম৷ কিন্তু যদি কয়েক দশক ধরে সন্ত্রাসবাদ চলে, তাহলে ভাল প্রতিবেশীসুলভ সম্পর্ক থাকে না। তাহলে তার সুফলও পাওয়া যায় না। আপনি একদিকে বলবেন, ‘দয়া করে আমাদের সঙ্গে জল ভাগ করে নিন, আবার অন্যদিকে সন্ত্রাসবাদ চালিয়ে যাবেন—এটা একসঙ্গে চলতে পারে না’’৷ নাম না করেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তির সমস্যাকে খোঁচা জয়শঙ্করের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 5:17 PM IST










