এবার ভারত পেল সিঙ্গেল ডোজ করোনা প্রতিষেধক

Last Updated:

স্বাভাবিক ভাবে দেশে টিকাকরণের গতি বাড়াতে এই টিকারও একটা বড় ভূমিকা থাকতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

#নয়াদিল্লি :  করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হল আরও একটি প্রতিষেধক। 'জনসন অ্যান্ড জনসন'-এর একটিমাত্র প্রতিষেধকের ডোজ নিলেই অন্যান্য ভ্যাকসিন এর মত নিরাপদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
দু'দিন আগেই ভারতে জরুরি ভিত্তিতে করোনা প্রতিষেধক ব্যবহারের ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল জনসন অ্যান্ড জনসন। মার্কিন এই ওষুধ নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘গত ৫ আগস্ট কেন্দ্রীয় সরকারের কাছে টিকার ছাড়পত্রের জন্য আবেদন করেছে সংস্থা। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এই ছাড়পত্র চাওয়া হয়েছে।’ আপাতত কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, ফাইজার, ছাড়পত্র পেয়েছে ভারতে। এই তিনটি টিকার সাহায্যে দেশে টিকাকরণ চলছে।
advertisement
এরপর জনসন অ্যান্ড জনসনের উল্লেখ্য, 'জনসন অ্যান্ড জনসন'-এর দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার ৮৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। পাশাপাশি দেখা গিয়েছে, এই টিকা নেওয়ার পরও যদি কারওর করোনা হয়, তাহলে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার বা মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যায়। স্বাভাবিক ভাবে দেশে টিকাকরণের গতি বাড়াতে এই টিকারও একটা বড় ভূমিকা থাকতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
advertisement
advertisement
এখনো পর্যন্ত ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডেনা প্রতিষেধক কে ছাড়পত্র দেওয়া হয়েছিল। এদিন জনসন এন্ড জনসন এর প্রতিষেধক ছাড়পত্র পাওয়ার ফলে ভারতে মোট প্রতিষেধকের সংখ্যা দাঁড়াল পাঁচটি। এর ফলে টিকাকরণের গতি অনেকটাই বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এক্ষেত্রে মনে রাখা দরকার,‌ সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ শেষ করা হবে। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে একদিকে যেমন দৈনিক টিকাকরণের হার আরও বাড়াতে হবে।
advertisement
অপরদিকে প্রতিষেধকের যোগান বাড়াতে হবে। সেক্ষেত্রে জনসন এন্ড জনসন এর এই সিঙ্গেল ডোর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।এদিকে, জনসন অ্যান্ড জনসনের তরফ থেকে বলা হয়েছে, ভারতে এই প্রতিষেধক সরবরাহ করবে বায়োলজিক্যাল-ই নামে সংস্থা। বিশ্বজুড়ে এই সংস্থার যে সরবরাহের যে পরিকাঠামো রয়েছে, সেটিকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষেধক পৌঁছে দেওয়া হবে। ভারতের বিপুল জনসংখ্যার কথা মাথায় রেখে জনসন অ্যান্ড জনসনের তরফ থেকে বলা হয়েছে, ‘‘আমরা ভারত সরকারের সঙ্গে আলোচনার দিকে তাকিয়ে আছি। অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র লক্ষ্য।’’স্বভাবতই সিঙ্গেল ডোজ এই প্রতিষেধকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার ভারত পেল সিঙ্গেল ডোজ করোনা প্রতিষেধক
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement