Republic Day: চড়েন রাষ্ট্রপতি, পাকিস্তানকে টসে হারিয়ে এই ঘোড়ায় টানা গাড়ি পেয়েছিল ভারত!

Last Updated:

ব্রিটিশ আমলে ভারতে নিযুক্ত ব্রিটিশ ভাইস রয় এই গাড়িটি ব্যবহার করতেন৷

ঘোড়ায় টানা এই গাড়িতে চড়েই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ ছবি- এএনআই
ঘোড়ায় টানা এই গাড়িতে চড়েই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ ছবি- এএনআই
নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এ দিন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরণের সঙ্গে কর্তর্ব্য পথে এসে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ রাষ্ট্রপতি ভবন থেকে কর্তব্য পথ পর্যন্ত এ দিন বিশেষ ঘোড়ায় টানা গাড়িতে চড়ে আসতে দেখা যায় দুই রাষ্ট্রপতিকে৷ যে গাড়ির পোশাকি নাম বাগি!
ছোট্ট এই গাড়ির সঙ্গে অবশ্য বিরাট ইতিহাসও জড়িয়ে আছে৷ প্রায় চল্লিশ বছর পর আবারও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির জন্য ব্যবহার করা হল এই গাড়িটিকে৷ সাধারণত গত কয়েক বছর ধরে তাঁর জন্য বরাদ্দ অত্যাধুনিক লিমোজিনে চড়েই প্রজাতন্ত্র দিবসেরর অনুষ্ঠানে আসতেন রাষ্ট্রপতিরা৷
advertisement
advertisement
ছটি ঘোড়া দিয়ে টানা কালো রংয়ের এই বাগির গায়ে অশোক চক্রের নকশা খোদাই করা হয়েছে৷ ভিতরে রয়েছে ভেলভেটে মোড়ানো বসার আসন৷ ব্রিটিশ আমলে ভারতে নিযুক্ত ব্রিটিশ ভাইস রয় এই গাড়িটি ব্যবহার করতেন৷ তৎকালীন ভাইস রয়ের নিবাস, বর্তমানে যা রাষ্ট্রপতি ভবন বলে খ্যাত, তার চৌহদ্দিতে ঘোরাফেরার জন্য এই বাগি ব্যবহৃতহ হত৷ আবার বিভিন্ন উৎসব অনুষ্ঠানেও ব্যবহৃত হত এই বাগি৷
advertisement
কিন্তু দেশ যখন ভাগ হল, তখন এই বাগির দিকে নজর ছিল ভারত- পাকিস্তান দু পক্ষেরই৷ কিন্তু বাগির মালিকানা শেষ পর্যন্ত কে পাবে, তা স্থির করতে অভিনব উপায় বের করে দুই দেশ৷ সিদ্ধান্ত হয়, যে টসে জিতবে, তাদের কাছেই থাকবে বাগি৷৷
শেষ পর্যন্ত ভারতের পক্ষে কর্নেল ঠাকুর গোবিন্দ সিং এবং পাকিস্তানের শাহবজাদা ইয়াকুব খান টসে অংশ নেন৷ ওই টসে জেতেন ভারতের কর্নেল ঠাকুর গোবিন্দ সিং৷ ফলে পাকাপাকি ভাবে বাগি ভারতের হয়ে যায়৷
advertisement
তার পর থেকে এই ঘোড়ায় টানা গাড়ি চড়েই রাষ্ট্রপতি ভবন থেকে সংসদে গিয়ে শপথ নিতেন রাষ্ট্রপতি৷ আবার ২৯ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের উদযাপনের সমাপ্তিতে বিটিং রিট্রিটের অনুষ্ঠানেও যেতেন রাষ্ট্রপতি৷
তবে নিরাপত্তাজনিত কারণেই রাষ্ট্রপতির জন্য এই গাড়ির ব্যবহার ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়৷ তার বদলে নিয়ে আসা হয় বুলেট প্রুফ অত্যাধুনিক গাড়ি৷ তবে ২০১৪ সালে বিটিং রিট্রিটের অনুষ্ঠানে যোগ দিতে এই বাগিতে চড়েই এসেছিলে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Republic Day: চড়েন রাষ্ট্রপতি, পাকিস্তানকে টসে হারিয়ে এই ঘোড়ায় টানা গাড়ি পেয়েছিল ভারত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement