Nitish Kumar: রবিবার ফের শপথ নিতে পারেন নীতীশ, সমর্থনের বিনিময়ে কী কী শর্ত দিল বিজেপি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিহার বিধানসভার যা অবস্থা তাতে কোনও দলের হাতেই একক সংখ্যাগরিষ্ঠতা নেই৷
পটনা: সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার ফের বিজেপি-র সমর্থন নিয়ে সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার৷ বিহারের রাজনৈতিক ডামাডোলের মধ্যে সর্বশেষ এমনই খবর পাওয়া যাচ্ছে৷ তবে সমর্থনের বিনিময়ে জোড়া উপমুখ্যমন্ত্রীর পদ পাবে বিজেপি৷ এই ফর্মুলাতেই ২০২০ সালে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিলেন নীতীশ৷
নীতীশের শিবির বদলের জল্পনার মধ্যেই শোনা গিয়েছিল, হয়তো বা বিধানসভা ভেঙে দিয়ে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা নির্বাচন হতে পারে বিহারে৷ কিন্তু সেই সম্ভাবনা নেই বলেই সূত্রের দাবি৷ আগামী বছরই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে৷ ফলে ভোট নিয়ে আপাতত ধীরে চলো নীতিই নিয়েছে দু পক্ষ৷
তবে ফের বিজেপির শরণাপন্ন হওয়ার বেশ কিছু মাশুল গুনতে হচ্ছে নীতীশকে৷ প্রথমত, মন্ত্রিসভায় বিজেপি বিধায়কদের জায়গা করে দিতে দু দলের প্রত্যেক চার জন বিধায়ক পিছু একজন করে মন্ত্রী করার সিদ্ধান্ত হয়েছে৷ এই ফর্মুলা মানলে মন্ত্রিসভায় বিজেপি-র প্রতিনিধিত্বই বেশি থাকবে৷ শুধু তাই নয়, লোকসভা নির্বাচনেও ২০১৯ সালের তুলনায় জেডিইউ-কে কম আসন ছাড়বে বিজেপি৷ ২০১৯-এ বিহারে ১৭টি লোকসভা আসনে লড়ে ১৬টিতেই জয়ী হয় নীতীশের দল৷ সেখানে এবার বিজেপি নীতীশের দলের জন্য খুব বেশি হলে ১২ থেকে ১৫টি আসন ছাড়তে পারে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বিপাকে’ পড়ে মমতাকে ফোন, বরফ গলবে আদৌ? তৃণমূলের নিশানায় সেই ‘একজনই’
নীতীশের বিজেপি-র হাত ধরা যে প্রায় নিশ্চিত, তার আঁচ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে৷ বিহারে দলের সমস্ত কর্মসূচি স্থগিত করে দিয়েছে জেডিইউ৷ বার বার এ ভাবে শরিক বদল করায়, নীতীশকে পাল্টিবাজ সহ নানা রকম কটাক্ষ শুনতে হচ্ছ৷ বিজেপি-র সঙ্গে যোগ দেওয়া নিয়ে জেডিইউ-এর অন্দরেও ফাটল তৈরি হয়েছে বলে সূত্রের খবর৷ সদ্য অপসারিত জেডিইউ-এর প্রাক্তন সভাপতি লালন সিং আরজেডি-র সঙ্গে জোট বজায় রাখার পক্ষে ছিলেন৷ আবার সঞ্জয় ঝা, অশোক চৌধুরীর মতো নেতারা জোটের পক্ষে৷
advertisement
বিহার বিধানসভার যা অবস্থা তাতে কোনও দলের হাতেই একক সংখ্যাগরিষ্ঠতা নেই৷ গত বিধানসভা ফলের নিরিখে বিহারের ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি-র হাতে রয়েছে ৭৪টি আসন৷ আরজেডি-র বিধায়ক সংখ্যা ৭৫৷ সেখানে নীতীশের জেডিইউ-এর বিধায়ক সংখ্যা মাত্র ৪৫৷ কংগ্রেসের হাতে রয়েছে ১৯ জন বিধায়ক৷ বামেদের বিধায়ক সংখ্যা ১৬৷
২০১৩ থেকে এই নিয়ে চার বার তিনি শিবির বদল করবেন৷ কখনও তিনি এনডিএ-র শরিক হয়েছেন, কখনও আবার মহাজোটে নাম লিখিয়েছেন৷ কিন্তু শিবির বদল করলেও নিজের মুখ্যমন্ত্রী পদটি ছাড়েননি নীতীশ৷ বলার অপেক্ষা রাখে না, নীতীশের এই পদক্ষেপে ভোটের আগেই ইন্ডিয়ার কফিনে শেষ পেরেক পড়ে গেল৷
advertisement
এরই মধ্যে শোনা যাচ্ছে বিজেপি জেডিইউকে আটকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী হাম পার্টির নেতা জিতেন রাম মাঝিকে ফোন করেছিলেন লালু প্রসাদ যাদব৷ জিতেন রাম মাঝির দলের চার জন বিধায়ক রয়েছে৷ সূত্রের খবর, জিতেন রাম মাজির ছেলেকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন লালু৷ যদিও এই খবরকে গুজব বলে দাবি করেছেন জিতেন রাম মাঝি স্বয়ং৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2024 3:12 PM IST