রানি এলিজাবেথের মৃত্যুতে দেশজুড়ে জাতীয় শোক, ঘোষণা মোদি সরকারের

Last Updated:

রানির মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করল বাংলাদেশ। শুক্রবার থেকে তিনদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ঘোষণা করলেন দেশের প্রধান তথ্যসম্প্রচার আধিকারিক মহম্মদ শাহনুর মিয়া।

#নয়াদিল্লি: প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৬ বছর। বৃহস্পতিবার দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি। শোকের ছায়া গোটা পৃথিবীতে। একটা যুগের অবসান।
রানির মৃত্যুতে আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে দিনভর জাতীয় শোক পালিত হবে বলে। ঘোষণা করল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের সমস্ত সরকারি অফিসে দিনভর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি কোনও অনুষ্ঠান আয়োজিত হবে না সে দিন।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে লেখা, '২০২২ সালে ৮ সেপ্টেম্বর প্রয়াত হন ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ডের রানি এলিজাবেথ। প্রয়াত বিশিষ্ট মানুষদের প্রতি শ্রদ্ধার জানানোর জন্য ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর সারা ভারতে একদিনের জন্য জাতীয় শোক পালন করা হবে।'
advertisement
advertisement
গত রাতে রানির মৃত্যুর খবর পেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন, '২০১৫ এবং ২০১৮ সালে ব্রিটেনে গিয়েছিলাম, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা হয়েছিল। আমি কখনও তাঁর উষ্ণতা এবং উদরতার কথা ভুলব না। মহাত্মা গান্ধি রানির বিয়েতে তাঁকে একটি রুমাল উপহার দিয়েছিলেন। সেটি আমাকে দেখিয়েছিলেন। সারা জীবন সেই কথা মনে রাখব।'
advertisement
advertisement
একইসঙ্গে রানির মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করল বাংলাদেশ। শুক্রবার থেকে তিনদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ঘোষণা করলেন দেশের প্রধান তথ্যসম্প্রচার আধিকারিক মহম্মদ শাহনুর মিয়া।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রানি এলিজাবেথের মৃত্যুতে দেশজুড়ে জাতীয় শোক, ঘোষণা মোদি সরকারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement