হোম /খবর /দেশ /
রানি এলিজাবেথের মৃত্যুতে দেশজুড়ে জাতীয় শোক, ঘোষণা মোদি সরকারের

রানি এলিজাবেথের মৃত্যুতে দেশজুড়ে জাতীয় শোক, ঘোষণা মোদি সরকারের

রানির মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করল বাংলাদেশ। শুক্রবার থেকে তিনদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ঘোষণা করলেন দেশের প্রধান তথ্যসম্প্রচার আধিকারিক মহম্মদ শাহনুর মিয়া।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৬ বছর। বৃহস্পতিবার দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি। শোকের ছায়া গোটা পৃথিবীতে। একটা যুগের অবসান।

রানির মৃত্যুতে আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে দিনভর জাতীয় শোক পালিত হবে বলে। ঘোষণা করল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের সমস্ত সরকারি অফিসে দিনভর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি কোনও অনুষ্ঠান আয়োজিত হবে না সে দিন।

আরও পড়ুন: রানির বিয়েতে নিজামের উপহার, আজীবন সেই হারই শোভা পেল এলিজাবেথের গলায়

আরও পড়ুন: রাজমহিমার মতোই যানবাহনের আড়ম্বর! রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়ির সম্ভার দেখলে চোখ কপালে উঠবে!

সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে লেখা, '২০২২ সালে ৮ সেপ্টেম্বর প্রয়াত হন ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ডের রানি এলিজাবেথ। প্রয়াত বিশিষ্ট মানুষদের প্রতি শ্রদ্ধার জানানোর জন্য ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর সারা ভারতে একদিনের জন্য জাতীয় শোক পালন করা হবে।'

গত রাতে রানির মৃত্যুর খবর পেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন, '২০১৫ এবং ২০১৮ সালে ব্রিটেনে গিয়েছিলাম, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা হয়েছিল। আমি কখনও তাঁর উষ্ণতা এবং উদরতার কথা ভুলব না। মহাত্মা গান্ধি রানির বিয়েতে তাঁকে একটি রুমাল উপহার দিয়েছিলেন। সেটি আমাকে দেখিয়েছিলেন। সারা জীবন সেই কথা মনে রাখব।'

একইসঙ্গে রানির মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করল বাংলাদেশ। শুক্রবার থেকে তিনদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ঘোষণা করলেন দেশের প্রধান তথ্যসম্প্রচার আধিকারিক মহম্মদ শাহনুর মিয়া।

Published by:Teesta Barman
First published:

Tags: Queen Elizabeth || Passes Away, Queen Elizabeth II