রানি এলিজাবেথের মৃত্যুতে দেশজুড়ে জাতীয় শোক, ঘোষণা মোদি সরকারের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
রানির মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করল বাংলাদেশ। শুক্রবার থেকে তিনদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ঘোষণা করলেন দেশের প্রধান তথ্যসম্প্রচার আধিকারিক মহম্মদ শাহনুর মিয়া।
#নয়াদিল্লি: প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৬ বছর। বৃহস্পতিবার দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি। শোকের ছায়া গোটা পৃথিবীতে। একটা যুগের অবসান।
রানির মৃত্যুতে আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে দিনভর জাতীয় শোক পালিত হবে বলে। ঘোষণা করল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের সমস্ত সরকারি অফিসে দিনভর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি কোনও অনুষ্ঠান আয়োজিত হবে না সে দিন।
advertisement
advertisement
আরও পড়ুন: রাজমহিমার মতোই যানবাহনের আড়ম্বর! রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়ির সম্ভার দেখলে চোখ কপালে উঠবে!
সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে লেখা, '২০২২ সালে ৮ সেপ্টেম্বর প্রয়াত হন ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ডের রানি এলিজাবেথ। প্রয়াত বিশিষ্ট মানুষদের প্রতি শ্রদ্ধার জানানোর জন্য ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর সারা ভারতে একদিনের জন্য জাতীয় শোক পালন করা হবে।'
advertisement
One Day State Mourning on September 11th as a mark of respect on the passing away of Her Majesty Queen Elizabeth II, United Kingdom of Great Britain and Northern Ireland Press release-https://t.co/dKM04U5oOn pic.twitter.com/qhiU4A7gBW
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) September 9, 2022
advertisement
গত রাতে রানির মৃত্যুর খবর পেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন, '২০১৫ এবং ২০১৮ সালে ব্রিটেনে গিয়েছিলাম, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা হয়েছিল। আমি কখনও তাঁর উষ্ণতা এবং উদরতার কথা ভুলব না। মহাত্মা গান্ধি রানির বিয়েতে তাঁকে একটি রুমাল উপহার দিয়েছিলেন। সেটি আমাকে দেখিয়েছিলেন। সারা জীবন সেই কথা মনে রাখব।'
advertisement
I had memorable meetings with Her Majesty Queen Elizabeth II during my UK visits in 2015 and 2018. I will never forget her warmth and kindness. During one of the meetings she showed me the handkerchief Mahatma Gandhi gifted her on her wedding. I will always cherish that gesture. pic.twitter.com/3aACbxhLgC
— Narendra Modi (@narendramodi) September 8, 2022
advertisement
একইসঙ্গে রানির মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করল বাংলাদেশ। শুক্রবার থেকে তিনদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ঘোষণা করলেন দেশের প্রধান তথ্যসম্প্রচার আধিকারিক মহম্মদ শাহনুর মিয়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 4:50 PM IST