New Covid-19 Cases India: ফের কোভিডে ৪০ জনের মৃত্যু! গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত ৩,৩২৪ জন
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Covid-19 Deaths in India: ৪০ টি মৃত্যুর মধ্যে স্রেফ কেরলেই মারা গিয়েছেন ৩৬ জন, কর্ণাটকের দু’জন এবং দিল্লি ও মহারাষ্ট্রের একজন করে মারা গিয়েছেন।
#নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় মোট ৩,৩২৪ টি করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে এই দেশে, যার ফলে দেশে মোট সংক্রমণের সংখ্যা এখন ৪,৩০,৭৯,১৮৮। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে ১৯,০৯২ হয়েছে। ৪০ জনের মৃত্যু ঘটায় মোট মৃতের সংখ্যা এখন ৫,২৩,৮৪৩। সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। COVID-19 থেকে সেরে ওঠার হার ৯৮.৭৪ শতাংশ, জানিয়েছে মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় সক্রিয় COVID-19 সংক্রমণ বেড়েছে ৪০৩ টি।
মন্ত্রক জানিয়েছে, দৈনিক পজিটিভিটির হার ০.৭১ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৬৮ শতাংশ। কোভিডকে হারিয়ে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে এখন ৪,২৫,৩৬,২৫৩, মৃত্যুর হার ১.২২ শতাংশ।
advertisement
দেশব্যাপী COVID-19 টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে প্রদত্ত কোভিড ভ্যাক্সিন ডোজের সংখ্যা ১৮৯.১৭ কোটি ছাড়িয়ে গিয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ২০ লক্ষ ছাড়িয়ে যায়, ২৩ অগাস্ট হয় ৩০ লাখ; ৫ সেপ্টেম্বরে ৪০ লাখ এবং ১৬ সেপ্টেম্বর 50 লাখ। ২৮ সেপ্টেম্বর তা ৬০ লাখ ছাড়িয়ে যায়; ৭০ লাখের সীমা পেরোয় ১১ অক্টোবর; ২৯ অক্টোবর ৮০ লাখ; ২০ নভেম্বর ৯০ লাখ এবং ১৯ ডিসেম্বর এক কোটি সংক্রমণের রেকর্ড গড়ে দেশ।
advertisement
ভারত ৪ মে এবং ২৩ জুন তিন কোটি সংক্রমণের রেকর্ড অতিক্রম করেছে। ৪০ টি মৃত্যুর মধ্যে স্রেফ কেরলেই মারা গিয়েছেন ৩৬ জন, কর্ণাটকের দু’জন এবং দিল্লি ও মহারাষ্ট্রের একজন করে মারা গিয়েছেন।
মহারাষ্ট্র থেকে ১,৪৭,৮৪৩ জন, কেরল থেকে ৬৯,০৪৭ জন, কর্ণাটক থেকে ৪০,১০১ জন, তামিলনাড়ু থেকে ৩৮,০২৫ জন, দিল্লি থেকে ২৬,১৭৫ জন, উত্তরপ্রদেশ থেকে ২৩,৫০৭ জন এবং পশ্চিমবঙ্গ থেকে ২১২১ জন সহ দেশে এখনও অবধি মোট ৫,২৩,৮৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭০ শতাংশেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কোমর্বিডিটির কারণে।
advertisement
“আমাদের পরিসংখ্যানগুলি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে,” রাজ্যভিত্তিক পরিসংখ্যান যাচাইয়ের বিষয়ে ওয়েবসাইটে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2022 12:40 PM IST