India Bangladesh Relation: আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে বেজায় কষ্টে ছিল বাংলাদেশিরা! ভারত সহানুভূতি দেখাতেই...

Last Updated:

India Bangladesh Relation: দোকানিরা জানিয়েছেন, ভারত থেকে নতুন আলুর চালান বাজারে আসতে শুরু করেছে, যার ফলে দাম ২০ টাকা (ভারতীয় টাকায় ১৫ টাকা) পর্যন্ত কমেছে। আশা করা হচ্ছে, এক-দুই দিনের মধ্যে দাম আরও কমতে পারে...

আলু পেঁয়াজ নিয়ে বেজায় কষ্টে ছিল বাংলাদেশিরা! ভারত সহানুভূতি দেখাতেই...AI Image
আলু পেঁয়াজ নিয়ে বেজায় কষ্টে ছিল বাংলাদেশিরা! ভারত সহানুভূতি দেখাতেই...AI Image
ঢাকা: বাংলাদেশ আলু-পেঁয়াজের জন্য ভারতের ওপর নির্ভরশীল। দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে ভারত থেকে আলু-পেঁয়াজ আসতে কিছুটা দেরি হওয়ায় বাংলাদেশের মানুষের প্লেট থেকে পেঁয়াজ-আলু উধাও হয়ে গিয়েছিল। দাম এতটাই বেড়ে গিয়েছিল যে, অনেকেই তা কিনতে পারছিল না। এখন ভারত থেকে নতুন চালান আসার পর দাম কমেছে এবং মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। কিন্তু ভারতের এই প্রচেষ্টায় কি বাংলাদেশের নেতাদের ভারতবিরোধী মনোভাব বদলাবে?
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে পেঁয়াজের দাম ১৪০ টাকা (ভারতীয় টাকায় ১০০ টাকা) প্রতি কেজি পর্যন্ত বেড়ে গিয়েছিল। কিন্তু ভারত থেকে পেঁয়াজ আসার পর এটি কমে ৯০ টাকা (ভারতীয় টাকায় ৬৩ টাকা) হয়েছে। কিছু বাজারে ভারতীয় পেঁয়াজ ৮০ টাকায়ও বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কারণ, বাংলাদেশের স্থানীয় পেঁয়াজ তুলনামূলকভাবে অনেক বেশি দামি। কিছু জায়গায় এটি ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল। তাই ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের মানুষের প্রিয়।
advertisement
advertisement
প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে ১,১৭১ টন পেঁয়াজ বাংলাদেশে পাঠানো হয়েছে। এর পর থেকেই পেঁয়াজের দামে আশ্চর্যজনক পতন হয়েছে। ঢাকার মিরপুর-১ এর একটি সবজি বাজারের দোকানিরা জানিয়েছেন, দুই দিনের মধ্যেই পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে আলুর দামে বড় কোনো পরিবর্তন হয়নি।
advertisement
দোকানিরা জানিয়েছেন, ভারত থেকে নতুন আলুর চালান বাজারে আসতে শুরু করেছে, যার ফলে দাম ২০ টাকা (ভারতীয় টাকায় ১৫ টাকা) পর্যন্ত কমেছে। আশা করা হচ্ছে, এক-দুই দিনের মধ্যে দাম আরও কমতে পারে।
তবে পুরনো আলুর চাহিদা বেশি থাকায় তার দামে তেমন পরিবর্তন হয়নি। বাংলাদেশে পুরনো আলু ৮০ টাকা (ভারতীয় টাকায় ৫৭ টাকা) প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। এক দোকানি এমডি শরীফ জানিয়েছেন, পুরনো আলুর স্বাদ নতুন আলুর তুলনায় ভাল, তাই তার চাহিদা বেশি। হোটেল ও রেস্তোরাঁয় এখনও পুরনো আলুকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার ফলে এর চাহিদা স্থির রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Bangladesh Relation: আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে বেজায় কষ্টে ছিল বাংলাদেশিরা! ভারত সহানুভূতি দেখাতেই...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement