India Bangladesh Border News: ভারত-বাংলাদেশ সীমান্তে ভোরবেলা গরু পাচারের ছক ফাঁস, ৭ বাংলাদেশিকে আটক BSF-এর! উদ্ধার মাদক, মোষও...

Last Updated:

India Bangladesh Border News: পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ভোররাতে গরু পাচার ও অনুপ্রবেশের বড় চক্রান্ত রুখে দেয়। উদ্ধার হয় মহিষ, মাদক ও ৭ বাংলাদেশিকে সীমান্ত পেরোনোর সময় ফেরত পাঠানো হয়। সীমান্তে নজরদারি আরও কড়া করা হয়েছে...

India Bangladesh Border News: ভারত-বাংলাদেশ সীমান্তে ভোরবেলা গরু পাচারের ছক ফাঁস, ৭ বাংলাদেশিকে আটক BSF-এর! উদ্ধার মাদক, মোষও...Representative Image
India Bangladesh Border News: ভারত-বাংলাদেশ সীমান্তে ভোরবেলা গরু পাচারের ছক ফাঁস, ৭ বাংলাদেশিকে আটক BSF-এর! উদ্ধার মাদক, মোষও...Representative Image
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত আবারও চোরাচালান ও অনুপ্রবেশের গোপন চেষ্টার সাক্ষী হল। এবার ঘটনাস্থল ছিল নদিয়া ও উত্তর ২৪ পরগনার কিছু সীমান্ত এলাকা। ভোরবেলা ৪টা ৩০ মিনিট নাগাদ সীমান্ত রক্ষী বাহিনী (BSF)-এর একটি স্পেশাল টিম নজরে ফেলে এক অস্বাভাবিক দৃশ্য—প্রায় ২০ থেকে ২২ জন চোরাচালানকারী গবাদি পশু নিয়ে সীমান্তের দিকে এগোচ্ছে।
আসলে ইতাঘাটি সীমান্ত ফাঁড়ির অন্তর্গত এলাকায় গরু পাচারের একটি গোপন সূত্র আগেই BSF-এর কাছে পৌঁছেছিল। সেই মোতাবেক ৮৮তম ব্যাটালিয়ন তৎপর হয়ে ওঠে এবং বিশেষ অভিযানের ছক কষা হয়। এরপরই সীমান্তের প্রতিটি ডিউটি পয়েন্টে জওয়ানদের প্রস্তুত রাখা হয়।
advertisement
advertisement
যখন চোরাচালানকারীরা সীমান্ত বেড়ার কাছাকাছি চলে আসে, তখন BSF জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে। পরিস্থিতি আঁচ করেই চোরাচালানকারীরা তড়িঘড়ি পালিয়ে যায়। যদিও তারা পালিয়ে গেলেও, চোরাচালান করে আনা ৫টি মহিষ ঘটনাস্থল থেকে উদ্ধার করে BSF।
এই ঘটনার কিছুক্ষণ পরই নদিয়া জেলার নারসারিপাড়া সীমান্ত ফাঁড়িতে মোতায়েন ১৪৬তম ব্যাটালিয়নের সদস্যরা ৮.২ কেজি গাঁজা উদ্ধার করে। পাশাপাশি ১৪৩তম ব্যাটালিয়ন একটি পৃথক অভিযানে প্রায় ৯১ হাজার টাকার নিষিদ্ধ ওষুধের একটি চালান জব্দ করে, যা চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে অনুমান।
advertisement
এইদিন উত্তর ২৪ পরগনাতেও ঘটল আরও একটি বড় ঘটনা। এখানে ৭ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু BSF-এর কড়া নজরদারিতে তারা ধরা পড়ে যায় এবং তাদের অবিলম্বে সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়।
advertisement
BSF-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র জানিয়েছেন, “আমাদের প্রধান লক্ষ্য হল সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ করা। আমাদের জওয়ানরা সবসময় সতর্ক অবস্থানে থাকে এবং দেশের সীমান্ত সুরক্ষায় বিন্দুমাত্র গাফিলতি করে না।”
এই ঘটনাগুলি প্রমাণ করে, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা শুধু জোরদারই হয়নি, বরং গোয়েন্দা তথ্য ও নজরদারির ক্ষেত্রেও ব্যাপক উন্নতি ঘটেছে। BSF এখন যে কোনো ধরনের তৎপরতা বা অপচেষ্টার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সক্ষম।
advertisement
বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। ঘনঘন অনুপ্রবেশের চেষ্টার রিপোর্ট পাওয়া যাচ্ছে, যার ফলে সীমান্তে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। চোরাচালান ও অনুপ্রবেশের ছক ভেস্তে দিয়ে, প্রতিদিনই BSF নতুন সফলতা দেখাচ্ছে, দেশের নিরাপত্তায় অটল থেকে।
এ যেন এক অনবদ্য নজির—যেখানে সময়মতো তথ্য, সঠিক প্রস্তুতি এবং সাহসী পদক্ষেপ মিলিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী প্রমাণ করল, সীমান্তে নিরাপত্তা নিয়ে কোনও আপোস করা হবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Bangladesh Border News: ভারত-বাংলাদেশ সীমান্তে ভোরবেলা গরু পাচারের ছক ফাঁস, ৭ বাংলাদেশিকে আটক BSF-এর! উদ্ধার মাদক, মোষও...
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement