Indo-China border: 'জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা', সেনা দিবসের মঞ্চ থেকে চিনকে কার্যত হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান

Last Updated:

৭৫ তম সেনা দিবসে সেনাপ্রধান জানান, চিনা সীমান্তে বার বার অশান্তির কথা মাথায় রেখে সেনা প্রশিক্ষণে ক্লোজ কম্বাট বা হাতাহাতি লড়াইয়ে জোর দেওয়া হয়েছে।

ভারত-চিন দ্বন্দ্ব
ভারত-চিন দ্বন্দ্ব
#নয়াদিল্লি: ভারতের নিয়ন্ত্রণে চিন সীমান্ত পরিস্থিতি। বর্তমানে ভারতীয় সেনা আগের থেকে আরও বেশি শক্তিশালী। সীমান্তে যে কোনও হামলার উত্তর দিতে প্রস্তুত ভারতীয় সেনা। সেনা দিবসে চিন প্রসঙ্গে কার্যত হুঁশিয়ারির সুর সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের গলায়। ৭৫তম সেনা দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, "ভারত-চিনের ৩,৪৮৮ কিমি লম্বা LAC-র পরিস্থিতি ভারতীয় সেনার নিয়ন্ত্রণে। আগের থেকে এখন অনেক বেশি শক্তিশালী সেনা।"
২০২২-এর ডিসেম্বরে সেনার আপগ্রেডেশন ও উন্নতমানের অস্ত্রের কথা মাথায় রেখে তিন সেনার জন্য ৮৫ হাজার কোটি টাকার বাজেট পাশ করে প্রতিরক্ষামন্ত্রক। সেনার জন্য হাউইটজার কামান থেকে শুরু করে লাইট ওয়েট জোরাওয়ার ট্যাঙ্কের মতো একাধিক প্রকল্পকেও সবুজ সংকেত দেওয়া হয়। পাশাপাশি, চিন সীমান্তের কথা মাথায় রেখে সেনার প্রশিক্ষণেও বাড়তি নজর দেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান।
advertisement
মনোজ পাণ্ডে, সেনাপ্রধান মনোজ পাণ্ডে, সেনাপ্রধান
advertisement
আরও পড়ুন- হকি বিশ্বকাপে আজ ব্রিটিশ বধের লক্ষ্যে ভারত, কঠিন ম্যাচ হরমন, হার্দিকদের
৭৫ তম সেনা দিবসে বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে সেনাপ্রধান বলেন, "চিন সীমান্তে বার বার অশান্তির কথা মাথায় রেখে সেনা প্রশিক্ষণে ক্লোজ কম্বাট বা হাতাহাতি লড়াইয়ে জোর দেওয়া হয়েছে।" এবার থেকে সেনাকর্মীদের MMA বা মিক্সড মার্সাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। জানান, আগামিদিনে শুরু হচ্ছে আর্মি মার্সাল আর্ট রুটিন ড্রিল। এই প্রশিক্ষণে যোগ দেবেন মোট ৭০০ ইনস্ট্রাক্টর। প্রথম ব্যাচে স্পেশাল ফোর্সের ৯৯ জন কম্যান্ডোকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- ওয়াসিম আক্রমের ছেলে মার্শাল আর্ট ফাইটার! পেশাদার লড়াইয়ে নাম করছেন আমেরিকায়
গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশে আবারও উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। চিন ও ভারতীয় সেনার সম্মুখ সংঘাতে ফের দ্বিপাক্ষিক সু-সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দু দেশের মধ্যে। তার পর থেকেই সেনা আরও তৎপর। নিজেদের শক্তি বাড়ানো ও সীমান্ত বরাবর আরও পরিকাঠামোর উন্নয়নেও নজর দেওয়া হয়। সীমান্ত এলাকার সেতু থেকে রাস্তা। নজরদারি থেকে বাদ যাচ্ছে না কিছুই। নজরদারিতে নিযুক্ত রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশনও।
advertisement
এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান প্রসঙ্গেও ভারতের কড়া মনোভাব জানিয়েছে। উপত্যকায় কোনও রকম জঙ্গি কার্যকলাপে ভারতের জিরো টলারেন্স পলিসির কথা বারবার উল্লেখ করেছে। তার পর থেকেই উপত্যকায় একাধিক অপারেশনে অস্ত্র উদ্ধার ও জঙ্গিদের ধরার কাজেও তৎপরতা বেড়েছে বলে জানিয়েছে সেনা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indo-China border: 'জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা', সেনা দিবসের মঞ্চ থেকে চিনকে কার্যত হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement