India-Afghanistan: তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর, পহেলগাঁও হামলার নিন্দা করায় জানালেন ধন্যবাদ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
EAM Jaishankar News: ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক যখন কার্যত তলানিতে নেমেছে, সেই সময় আরও কাছাকাছি এল নয়াদিল্লি এবং কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
নয়াদিল্লি: ভারত-পাক সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন এস জয়শঙ্কর। এই প্রথমবার ভারতের বিদেশমন্ত্রী কথা বললেন তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে। ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক যখন কার্যত তলানিতে নেমেছে, সেই সময় আরও কাছাকাছি এল ভারত এবং আফগানিস্তান। বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আফগানিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির (Amir Khan Muttaqi) সঙ্গে কথা হয়েছে। তিনি যেভাবে পহেলগাঁও হামলার নিন্দা করেছেন, সেই অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন জয়শঙ্কর। ভুয়ো খবর ছড়িয়ে ভারত এবং আফগানিস্তানের সম্পর্কে চিড় ধরানোর চেষ্টা করছে পাকিস্তানি মিডিয়া। তবে সেই প্রচেষ্টা খারিজ করেছেন তালিবান বিদেশমন্ত্রী ৷ এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শংকর।
advertisement
advertisement
উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রভাব পড়েছে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যেও। ফলে এখন আফগানিস্তানের কাছে ইরানের চাবাহার বন্দরের গুরুত্ব বাড়ছে। সবমিলিয়ে বিশ্লেষকদের অনুমান, তালিবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে জয়শঙ্করের ফোনের পর।
advertisement
দিনকয়েক আগেই কাবুলে গিয়েছিলেন ভারতীয় বিদেশমন্ত্রকের আফগানিস্তান, ইরান এবং পাকিস্তান দফতরের ডিরেক্টর আনন্দ প্রকাশ। তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi
First Published :
May 16, 2025 10:47 AM IST