NEET-এ পেয়েছিলেন ৭২০ নম্বরের মধ্যে ৭০৫ নম্বর, দিনে ২-৪ ঘণ্টা পড়েই AIIMS-এ স্থান ! অনুষ্কার কৌশল আপনারও জানা দরকার
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
NEET Success Story: যে সব শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনাতেই মন দিতে পারেন, তাঁরা অন্যদের চেয়ে পরীক্ষায় ভাল ফল করেন। এ এক প্রমাণিত সত্য, এর কোনও বিকল্প নেই। অথচ গোয়ার অনুষ্কা কুলকার্নি মোটেই সেরকম ভাবে দিন-রাত পড়াশোনা করেননি। তাঁর সাফল্যের কাহিনি এখন বিস্মিত করেছে দেশকে।
NEET Success Story: কঠিন পরিশ্রমই সাফল্যের একমাত্র উপায়। তা ছাড়া সাফল্যের শীর্ষে যাওয়ার পথ প্রশস্ত হয় না। ফলে, যে সব শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনাতেই মন দিতে পারেন, তাঁরা অন্যদের চেয়ে পরীক্ষায় ভাল ফল করেন। এ এক প্রমাণিত সত্য, এর কোনও বিকল্প নেই। অথচ গোয়ার পানাজির অনুষ্কা কুলকার্নি মোটেই সেরকম ভাবে দিন-রাত পড়াশোনা করেননি। তাঁর সাফল্যের কাহিনি এখন বিস্মিত করেছে দেশকে।
কেন না, অনুষ্কা কুলকার্নি NEET UG পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৭০৫ নম্বর পেয়ে সফল হয়েছিলেন। এর ফলে তিনি সর্বভারতীয় র্যাঙ্ক ২৪ অর্জন করেছেন। এটি কেবল তাঁর নিজের জন্যই একটি মাইলফলক অর্জন নয়, বরং গোয়া রাজ্যের জন্যও একটি গর্বের মুহূর্ত।
advertisement
advertisement
NEET UG-তে ২৪তম স্থান অর্জনকারী অনুষ্কা কুলকার্নি পানাজির বাসিন্দা। তিনি তাঁর সাফল্যের নেপথ্য কাহিনী সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি প্রথমে নবম এবং দশম শ্রেণীতে কোচিংয়ের সাহায্যে মৌলিক বিজ্ঞানকে আয়ত্তে আনেন। এর পাশাপাশি, কোচিং এবং শিক্ষকদের সহায়তায় তিনি পড়াশোনার অন্য দিকেও সাফল্য অর্জন করেন। কোভিডের সময়ও, তাঁর শিক্ষকরা তাঁকে অনলাইন ক্লাসের মাধ্যমে সাহায্য করে গিয়েছিলেন।
advertisement
NEET প্রস্তুতির জন্য অনুষ্কার কৌশল ছিল কীরকম ছিল, তা জানতে এখন সবাই আগ্রহী। NEET UG পাস করার জন্য, তিনি স্কুলের পরে প্রতিদিন মাত্র ২-৪ ঘণ্টা পড়াশোনা করতেন। ছুটির দিনে অবশ্য আরও বেশি সময় জুড়ে পড়াশোনা চলত। কঠোর পরিশ্রম তো আছেই, তবে মূলত টাইম ম্যানেজমেন্টের কারণেই তিনি এত ভাল ফল অর্জন করতে পেরেছেন, এ কথা অনুষ্কা নিজেই বলছেন। তিনি বিশ্বাস করেন যে তাঁর সাফল্যের নেপথ্যে পরিবার এবং শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর স্কুলের অধ্যক্ষ আরও বলেন যে আমাদের সকলের এই কৃতিত্বের জন্য গর্বিত হওয়া উচিত, কারণ এটি কেবল অনুষ্কার জন্য নয়, গোয়ার জন্যও একটি বড় প্রাপ্তি।
advertisement
NEET UG-তে ৭২০ নম্বরের মধ্যে ৭০৫ নম্বর পাওয়া অনুষ্কা তাঁর পরিবার থেকে চিকিৎসা নিয়ে পড়াশোনার আগ্রহ পেয়েছিলেন, তাঁর কাকা একজন মেরুদণ্ডের সার্জন এবং তাঁর পিসি একজন শিশু বিশেষজ্ঞ। চিকিৎসা পেশায় পরিবারের সদস্যদের উপস্থিতি তাঁর উপর বড় প্রভাব ফেলেছে। তার বাবা-মা, বীণা এবং আনন্দ, উভয়েই অনুষ্কাকে এই লক্ষ্য অর্জনে সম্পূর্ণ সমর্থন করেছিলেন। পরিবার সবসময় তাঁকে সঠিক দিকনির্দেশনা দিয়েছে বলে জানান তিনি।
advertisement
এবার লক্ষ্য এমবিবিএস। NEET UG-তে ৭২০ নম্বরের মধ্যে ৭০৫ নম্বর পাওয়ার পর, অনুষ্কা কুলকার্নি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (AIIMS Delhi) ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি এমবিবিএসের তৃতীয় বর্ষের ছাত্রী। উজ্জ্বল ভবিষ্যত যে তাঁর অপেক্ষায় রয়েছে, সে আর আলাদা করে বলে দিতে হয় না!
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2025 10:54 AM IST