বাইশে বিয়ে, তিরিশে দুই সন্তান, তা সত্ত্বেও চল্লিশ বছর বয়সে যেন তারুণ্যে তরতাজা, দম্পতির ট্রান্সফরমেশন তাক লাগিয়ে দিল নেটিজেনদের !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Married In 20s, Two Kids Before 30, And Now Fabulous In 40s: বয়স নিয়ে সমাজ অনেক সময়ই মানুষের বিচার করে। তবে কিছু কিছু গল্প তৈরি হয়, যা প্রত্যেক ধরনের সামাজিক ধারা বা স্টিরিওটাইপ সুন্দর ভাবে ভেঙে দেয়। আর সোশ্যাল মিডিয়ায় জুড়ে প্রচুর প্রশংসাও কুড়িয়ে নেয়। এমনই এক মহিলার গল্প আজ শুনে নেওয়া যাক।
বয়স নিয়ে সমাজ অনেক সময়ই মানুষের বিচার করে। তবে কিছু কিছু গল্প তৈরি হয়, যা প্রত্যেক ধরনের সামাজিক ধারা বা স্টিরিওটাইপ সুন্দর ভাবে ভেঙে দেয়। আর সোশ্যাল মিডিয়ায় জুড়ে প্রচুর প্রশংসাও কুড়িয়ে নেয়। এমনই এক মহিলার গল্প আজ শুনে নেওয়া যাক। রজনী সিং নামে ওই ভারতীয় মহিলা থাকেন ইউকে-তে। সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রাম রিল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তা-ও আবার একটা ভাল কারণে! (Photo Courtesy: @rajni_singh.official)
advertisement
ইনস্টাগ্রামে রজনীর অ্যাকাউন্টটির নাম @rajni_singh.official। সম্প্রতি একটি ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন। যেখানে নিজের জীবনের সফর তুলে ধরেছেন তিনি। আসলে মাত্র ২০ বছর বয়সের কোঠায় বিবাহ থেকে এখন চল্লিশের কোঠায় এসে তাঁর জীবন কেমন চলছে, সেটা একটি ছবির কোলাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রজনী। আর সেই কোলাজ দেখে অত্যন্ত আপ্লুত দর্শকরা। (Photo Courtesy: @rajni_singh.official)
advertisement
advertisement
কয়েক দশক ধরে এই দম্পতির জীবন কেমন চলেছে, সেটাই তুলে ধরা হয়েছে ওই ভিডিওটিতে। বয়সের তুলনায় যেন তারুণ্যে ভরপুর এবং প্রাণবন্ত তাঁরা। দেখে তাঁদের বয়স ঠাহর করারও উপায় নেই। ভিডিও-য় সাদা দাড়িতে ডেলকে একেবারে তারুণ্যে তরতাজা দেখাচ্ছে। অন্যদিকে রজনীর গ্ল্যামার আর সৌন্দর্যও যেন তাক লাগিয়ে দেবে! তাঁর স্টাইল, আত্মবিশ্বাস এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগের কারণেই এমনটা সম্ভব হয়েছে। যার ফলে তাঁদের আসল বয়স কেউ ঠাহর করতে পারবেন না। (Photo Courtesy: @rajni_singh.official)
advertisement
রজনী আর ডেলের ট্রান্সফরমেশন ভিডিও-য় ভিউ হয়েছে ১১.৫ মিলিয়নেরও বেশি। এমনকী সেই রিলটি যেন সকলের মনে জায়গা করে নিয়েছে। এক ব্যবহারকারী বলেন যে, “আপনাদের বয়স যেন পিছিয়ে যাচ্ছে!” অন্য একজন ব্যবহারকারী আবার বলেন, “আপনাদের শক্তি এবং নমনীয়তা সকলকেই অনুপ্রেরণা জোগাবে — দুর্ধর্ষ কৃতিত্ব!” (Photo Courtesy: @rajni_singh.official)
advertisement
রজনীর স্বামী হেসে আবার একটা ছোট্ট ভুল শুধরে দেন। তিনি জানান যে, “আমাদের আসলে ২২ বছর বয়স ছিল, যখন আমাদের বিয়ে হয়েছিল। ২৩ বছর নয়।” তবে এর থেকে স্পষ্ট যে, দম্পতি শুধু বয়সকে হার মানাননি, বরং তাঁরা একসঙ্গে আনন্দের সঙ্গে দাম্পত্য জীবনকে আলিঙ্গন করে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় আজকাল যেখানে বিউটি ফিল্টারের রমরমা। আর সেখানে এই দম্পতির গল্প যেন একঝলক টাটকা বাতাসের মতো। (Photo Courtesy: @rajni_singh.official)