Punjab AAP Govt: লক্ষ্য ক্ষমতায়ন, পঞ্জাবে পঞ্চায়েত বৈঠকে আর ঢুকতে পারবেন না নির্বাচিত মহিলার স্বামী বা ছেলে!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Punjab Panchayat: যখনই নির্বাচিত জেলা পরিষদ, পঞ্চায়েত কমিটি এবং গ্রাম পঞ্চায়েতগুলির সভা হয়, নির্বাচিত মহিলাদের পরিবর্তে তাঁদের স্বামী বা পরিবারের অন্য সদস্যরা সভায় উপস্থিত হন।
পঞ্চায়েত ভোটে নির্বাচিত মহিলাদের স্বামী বা আত্মীয়দের পঞ্জাবের পঞ্চায়েত প্রতিষ্ঠানের কোনও সভায় অংশ নিতে দেওয়া হবে না, বুধবার এই ঘোষণা করেছে রাজ্য সরকার। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মহিলা প্রতিনিধিদের পক্ষ হিসেবে স্বামী, পুত্র বা অন্যান্য আত্মীয়দের উপস্থিত হওয়ার অভ্যাস বন্ধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল বলেছেন। মহিলাদের প্রকৃত অর্থে ক্ষমতায়নের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত।
রাজ্যের পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে৷ ধালিওয়াল জানান, বিভাগীয় ডেপুটি ডিরেক্টর (পঞ্চায়েত), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন), জেলা উন্নয়ন ও পঞ্চায়েত আধিকারিক, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদ, ব্লক ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েত আধিকারিকদের সরকারি নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের জন্য নির্দেশ জারি করা হয়েছে। আদেশ অমান্য হলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
advertisement
advertisement
গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী জানান, অতীতে একাধিকবার নির্দেশ জারি করা হয়েছে যে কোনও মহিলা প্রতিনিধির স্বামী, ছেলে বা পরিবারের অন্য কোনও সদস্যকে পঞ্চায়েতের মিটিংয়ে তাঁদের হয়ে অংশ নিতে দেওয়া হবে না। কিন্তু তা সত্ত্বেও, দেখা গেছে যে যখনই নির্বাচিত জেলা পরিষদ, পঞ্চায়েত কমিটি এবং গ্রাম পঞ্চায়েতগুলির সভা হয়, নির্বাচিত মহিলাদের পরিবর্তে তাঁদের স্বামী বা পরিবারের অন্য সদস্যরা সভায় উপস্থিত হন।
advertisement
মন্ত্রী বলেন, “যারা একজন মহিলাকে সরপঞ্চ, পঞ্চ, ইত্যাদি নির্বাচন করেছেন, অন্য কেউ তাঁদের প্রতিনিধিত্ব করলে তা জনগণের সঙ্গে প্রতারণার সামিল। আমাদের দেশের সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে আইনজীবী, বিচারক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ দেখা যায়। তাই পঞ্চায়েত স্তরে মিটিং এবং অন্যান্য অনুষ্ঠানে তাঁদের জায়গায় অন্য কেউ প্রতিনিধিত্ব করার কোনও কারণ নেই।
advertisement
তিনি বলেন, “আমাদের দেশের অগ্রগতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই ভুল প্রথাকে অবিলম্বে কঠোরভাবে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ জারি করা হয়েছে।” ধালিওয়াল আরও জানান, ভবিষ্যতে যদি এমন কোনও ঘটনা ঘটে যেখানে কোনও মহিলা সদস্যার জায়গায় তাঁর স্বামী বা ছেলে বা পরিবারের অন্য কোনও সদস্য মিটিংয়ে আসেন তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 10:15 PM IST