Rahul Gandhi: আজ ইডি-র কাছে হাজিরা দেওয়ার কথা, যা করলেন রাহুল গান্ধি! আলোড়ন দেশজুড়ে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি ও তাঁর সাংসদ পুত্র রাহুল গান্ধিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরক্টরেট।
#নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও যাচ্ছেন না রাহুল গান্ধি (Rahul Gandhi)। তিনি বিদেশে থাকায় সময় চেয়েছেন। এদিকে আগামী ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সনিয়া গান্ধিকে। জওহরলাল নেহেরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ডের ২০০০ কোটি টাকার সম্পত্তি ভুয়ো কোম্পানি খুলে তছরুপের অভিযোগ রয়েছে গান্ধি পরিবারের বিরুদ্ধে।
সেই সূত্রেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি ও তাঁর সাংসদ পুত্র রাহুল গান্ধিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরক্টরেট। ২০১২ সালে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা ন্যাশনাল হেরাল্ড মামলার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য সনিয়া, রাহুলকে তলব করেছে ইডি। তবে, রাহুল এই মুহূর্তে বিদেশে থাকলেও আগামী ৫ জুনের মধ্যে তিনি ফিরে যাবেন বলে জানা গিয়েছে। তারপরই ইডি-র মুখোমুখি হতে পারেন তিনি।
advertisement
advertisement
বিজেপি-র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ইডি-র এই পদক্ষেপ বলে অভিযোগ করেছে কংগ্রেস৷ তবে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি দাবি করেছেন, সনিয়া এবং রাহুল দু' জনেই ইডি-র মুখোমুখি হবেন৷ প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিকানা রয়েছে ইয়ং ইন্ডিয়া নামে একটি বেসরকারি সংস্থার হাতে৷ যে সংস্থার পৃষ্ঠপোষক কংগ্রেস৷ ন্যাশনাল হেরাল্ডে আর্থিক তছরূপের অভিযোগেই সনিয়া এবং রাহুল গান্ধিকে তলব করেছে ইডি৷ আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে দু' জনের বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা৷
advertisement
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি অভিযোগ করেছেন, দেশ যে কঠিন সমস্যাগুলির মুখোমুখি হয়েছে, তার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতেই এই প্রতিহিংসার পথ নিয়েছে মোদি সরকার৷ তবে যেহেতু এটি সামাজিক, আইনি, রাজনৈতিক এবং অর্থনৈতিক লড়াই, তাই দল এই লড়াই থেকে সরে আসবে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2022 9:05 AM IST