ভিড় ট্রেনে ওঠানামা ঘিরে বচসা! মুম্বইয়ের রেলস্টেশনে অধ্যাপককে কুপিয়ে খুন করল যুবক!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মালাড রেলস্টেশনে এক কলেজ অধ্যাপককে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুনের ঘটনায় গ্রেফতার করা হল ২৭ বছরের ওমকার শিন্দেকে। সরকারি রেল পুলিশ জানিয়েছে, সামান্য তর্ক থেকেই এই মর্মান্তিক পরিণতি।
মুম্বইয়ের লোকাল ট্রেন, যাকে শহরের ‘লাইফলাইন’ বলা হয়, সেই নিত্যযাত্রার মাঝেই ফের উঠে এল হিংসার ভয়াবহ ছবি। মালাড রেলস্টেশনে এক কলেজ অধ্যাপককে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুনের ঘটনায় গ্রেফতার করা হল ২৭ বছরের ওমকার শিন্দেকে। সরকারি রেল পুলিশ জানিয়েছে, সামান্য তর্ক থেকেই এই মর্মান্তিক পরিণতি।

advertisement
advertisement
জানা গিয়েছে, নিহত অধ্যাপক অলোক সিং ভিলে পার্লের একটি নামী কলেজে অধ্যাপনা করতেন। শনিবার বিকেলে প্ল্যাটফর্ম ১ ও ২-এর মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। চোখের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়ায় হাজার হাজার নিত্যযাত্রীর মধ্যে।

advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অলোক সিং এবং অভিযুক্ত ওমকার শিন্দে একই লোকাল ট্রেনে যাত্রা করছিলেন। মালাড স্টেশনে পৌঁছনোর আগে ভিড়ঠাসা কামরায় ওঠানামা নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কে আগে নামবে বা উঠবে—এই নিয়েই তর্কাতর্কি, যা মুম্বইয়ের লোকালে প্রায় প্রতিদিনের ঘটনা।

advertisement
কিন্তু ট্রেন থামার পর সেই কথার লড়াই দ্রুত ভয়াবহ রূপ নেয়। প্ল্যাটফর্মে নেমেই আচমকা শিন্দে একটি ধারালো ছুরি বার করে অলোক সিংয়ের পেটে একের পর এক আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় অধ্যাপক লুটিয়ে পড়েন প্ল্যাটফর্মে। মুহূর্তের মধ্যেই অভিযুক্ত ভিড়ের মধ্যে মিলিয়ে যায়।

advertisement
ঘটনার পরেই তদন্তে নামে বোরিভলি জিআরপি। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে দেখা যায়, সাদা শার্ট ও নীল জিন্স পরা এক যুবক ফুট ওভার ব্রিজ পেরিয়ে দ্রুত স্টেশন ছাড়ছে। সেই ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় নিশ্চিত করে পুলিশ। শেষ পর্যন্ত ভাসাই এলাকা থেকে ওমকার শিন্দেকে গ্রেফতার করা হয়।
advertisement

advertisement
যদিও পুলিশের প্রাথমিক দাবি, ট্রেনে ওঠানামা নিয়ে তর্কই খুনের কারণ, তবে ঘটনার নৃশংসতা নিয়ে প্রশ্ন উঠছে। এক পুলিশ কর্তা জানান, “সামান্য বিবাদের জেরে অপরিচিত একজনকে এতবার ছুরি মারা অস্বাভাবিক। এর পিছনে অন্য কোনও কারণ বা পূর্বশত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
নিহত অধ্যাপকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 5:05 PM IST











