Snake bite: অবাক কাণ্ড! সাপের কামড়ে মানুষের মৃত্যু নয়, যুবককে কামড়ে মারা গেল ৫ ফুটের কোবরা
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার সময় কোবরাটি মারা যায়। ঘটনার প্রায় ১৪ দিন পর থানায় রিপোর্ট আসে। সম্প্রতি, পুলিশ বক্তব্য নেওয়ার জন্য সর্পবিশারদের সঙ্গে যোগাযোগ করে এবং তখনই পুরো পরিস্থিতি জানা যায়।
মধ্যপ্রদেশ: সাপের ছোবলে মানুষের মৃত্যুর কথা হামেশাই শোনা যায়। কিন্তু মানুষকে কামড় দিয়ে সাপের মৃত্যুর কথা কখনও শুনেছেন? হ্যাঁ, ঠিকই শুনলেন। সাপের থেকেও কি বেশি বিষাক্ত মানুষ? সর্প বিশারদকে ছোবল দিয়ে এক কোবরার মৃত্যুর ঘটনায় শোরগোল মধ্যপ্রদেশের সাগর এলাকায়।
যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার সময় কোবরাটি মারা যায়। ঘটনার প্রায় ১৪ দিন পর থানায় রিপোর্ট আসে। সম্প্রতি, পুলিশ বক্তব্য নেওয়ার জন্য সর্পবিশারদের সঙ্গে যোগাযোগ করে এবং তখনই পুরো পরিস্থিতি জানা যায়।
বুন্দেলখণ্ডে, কাউকে যদি কালো সাপে কামড়ায় তবে বিষ এত তাড়াতাড়ি ছড়াবে যে জল চাওয়ারও সময় পাওয়া যায় না। কিন্তু কিং কোবরা ছোবল দেওয়ার পর দিব্যি প্রাণে বেঁচে গেলেন চন্দ্রকুমার আহিরওয়ার। তিনি জানান, এলাকায় একটা বিষাক্ত সাপ দেখা দিয়েছিল কয়েক দিন আগে। ৫ ফুট লম্বা মিশকালো সেই কোবরা ধরতে গিয়েছিলেন চন্দ্রকুমার। সাপটি তাঁর দিকে তাকিয়ে দুবার হিসহিস করে। তার পরই হাতের বুড়ো আঙুলে ছোবল দেয় সেটি বেকায়দায়। এর পরই মারা যায় সাপটি।
advertisement
advertisement
চন্দ্রকুমারকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ইতিমধ্যেই কাচের জারে কোবরাটি মারা গিয়েছে। স্থানীয়দের কারও কারও মতে, বিষে নয় কোবরা মারা গিয়েছে কাচের জারের মধ্যে অক্সিজেন শেষ হয়ে।
advertisement
সাপের কামড়ের পর পরিবার চন্দ্রকুমারকে ভাগ্যোদয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। চন্দ্রকুমার সম্পূর্ণ সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু ততদিনে সাপটি মৃত বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, চন্দ্রকুমার একটি প্লাস্টিকের বাক্সে কোবরাটিকে বন্দি করে রেখেছিল। সেই বাক্সটিতে একটি ছিদ্রও ছিল না। অক্সিজেনের অভাবে কোবরা মারা যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 10:13 AM IST