Asaram Bapu: ফের শিরোনামে আসারাম বাপুর সেই আশ্রম, এবার যা পেল পুলিশ, তীব্র চাঞ্চল্য!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Asaram Bapu: ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
#নয়াদিল্লি: চোদ্দো বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হল উত্তরপ্রদেশের আসারাম বাপুর আশ্রমের ভেতর থেকে। জানা গিয়েছে, ওই আশ্রমের গাড়ি পার্ক করার জায়গা থেকে উদ্ধার হয়েছে ওই কিশোরীর দেহ। প্রসঙ্গত, স্বঘোষিত আধ্যাত্মিক গুরু আসারাম বাপু ধর্ষণ কাণ্ডে এখনও জেল খাটছেন। একসময় ওই আশ্রমকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল দেশজুড়ে। সেই আশ্রমেই নিখোঁজ কিশোরীর দেহ কী করে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, এবং তারপর খুন করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আশ্রম থেকে এক ব্যক্তিকেও হেফাজতে নিয়েছে পুলিশ। উল্লেখ্য, ২০১৮ সালে যোধপুরের বিশেষ আদালত আসারাম বাপুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় আদালত। ২০১৩ সালে যোধপুরের আশ্রমে এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এই স্বঘোষিত গুরুর বিরুদ্ধে।
advertisement
advertisement
আশ্রমের এক কর্মী পুলিশকে জানিয়েছেন, গাড়ির ভিতর থেকে পচা গন্ধ পাচ্ছিলেন তিনি। আর সেই গন্ধের উৎস খুঁজতে গিয়েই কিশোরীর মৃতদেহ চোখে পড়ে তাঁর। এরপরই তিনি পুলিশে খবর দেন। এই ঘটনায় জড়িত সন্দেহে আশ্রমেরই এক কর্মীকে আটক করেছে পুলিশ।
advertisement
প্রসঙ্গত, শুধু আসারাম বাপু নন, ধর্ষণে অভিযুক্ত হন তাঁর পুত্র নারায়ণ সাঁইও। গুজরাতের সুরাতের ওই ধর্ষণের ঘটনায় তাঁকেও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আসারাম বাপুর শিষ্যা থাকা সুরাতের এক মহিলাকে ২০১৩ সালে ধর্ষণের অভিযোগ ওঠে নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে। ওই মহিলা এবং তাঁর বোন দুজনে মিলে পুলিশের কাছে ২০১৩ সালেই অভিযোগ দায়ের করেছিলেন। নারায়ণ সাঁইয়ের তাঁকে নিয়মিত যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ করেন। হরিয়ানার পিপলি থেকে গ্রেফতার করা হয় নারায়ণ সাঁইকে। এবার সেই উত্তরপ্রদেশের আসারাম বাপুর আশ্রম থেকে কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2022 3:25 PM IST