Atal Bihari Vajpayee : এখানেই অস্থি বিসর্জন হবে ভারতরত্ন অটলজির
Last Updated:
কখনও হার না মানার প্রবণতা তাঁকে অনন্য করেছে সবার থেকে
#লখনউ: সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর আগামিকাল অর্থাৎ রবিবার অস্থি বিসর্জন হবে হরিদ্বারে ৷ জানা গিয়েছে হরিদ্বারে অটলজির অস্থি বিসর্জনে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ উত্তরপ্রদেশ সরকার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে একাধিক একগুচ্ছ পরিকল্পনা নিয়েছেন খুব তাড়াতাড়ি এই প্রস্তাব মন্ত্রীসভায় পাশ করা হবে বলেও জানা গিয়েছে ৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার জানিয়েছেন উত্তরপ্রদেসের সঙ্গে বাজপেয়ীর এক আলাদা আন্তরিক সম্পর্ক আছে ৷ তিনি বহুবারই উত্তরপ্রদেশ থেকেই নির্বাচিত হয়েছেন ৷ তাই উত্তরপ্রদেশের সঙ্গে তাঁর একাত্মতাকে সম্মান করতেই হরিদ্বারে তাঁর অস্থি বিসর্জন করা হবে ৷ তিনি আরও যোগ করেছেন সঠিক অর্থের অটলজি জনপ্রিয় জননেতা ছিলেন ৷
advertisement
advertisement
দীর্ঘশ্বাস ফেলেই যোগী আদিত্যনাথ জানিয়েছেন অদম্য প্রয়াস, কখনও হার না মানার প্রবণতা তাঁকে অনন্য করেছে সবার থেকে ৷ গত ১১ জুন থেকে একাধিক শারীরিক জটিলতা নিয়ে দিল্লি এইমসে ভর্তি ছিলেন ভারতরত্ন অটলজি ৷ বহুদিন ধরে অসুখের বিরুদ্ধে লড়েছিলেন তিনি কিন্তু গত বৃহস্পতিবার না হার মানা মানুষও হার মেনেছে মৃত্যুর কাছে ৷ বিলীন হয়েছেন পঞ্চভূতে ৷
Location :
First Published :
August 18, 2018 4:31 PM IST