Atal Bihari Vajpayee : এখানেই অস্থি বিসর্জন হবে ভারতরত্ন অটলজির

Last Updated:

কখনও হার না মানার প্রবণতা তাঁকে অনন্য করেছে সবার থেকে

#লখনউ: সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর আগামিকাল অর্থাৎ রবিবার অস্থি বিসর্জন হবে হরিদ্বারে ৷ জানা গিয়েছে হরিদ্বারে অটলজির অস্থি বিসর্জনে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ উত্তরপ্রদেশ সরকার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে একাধিক একগুচ্ছ পরিকল্পনা নিয়েছেন খুব তাড়াতাড়ি এই প্রস্তাব মন্ত্রীসভায় পাশ করা হবে বলেও জানা গিয়েছে ৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার জানিয়েছেন উত্তরপ্রদেসের সঙ্গে বাজপেয়ীর এক আলাদা আন্তরিক সম্পর্ক আছে ৷ তিনি বহুবারই উত্তরপ্রদেশ থেকেই নির্বাচিত হয়েছেন ৷ তাই উত্তরপ্রদেশের সঙ্গে তাঁর একাত্মতাকে সম্মান করতেই হরিদ্বারে তাঁর অস্থি বিসর্জন করা হবে ৷ তিনি আরও যোগ করেছেন সঠিক অর্থের অটলজি জনপ্রিয় জননেতা ছিলেন ৷
advertisement
advertisement
দীর্ঘশ্বাস ফেলেই যোগী আদিত্যনাথ জানিয়েছেন অদম্য প্রয়াস, কখনও হার না মানার প্রবণতা তাঁকে অনন্য করেছে সবার থেকে ৷ গত ১১ জুন থেকে একাধিক শারীরিক জটিলতা নিয়ে দিল্লি এইমসে ভর্তি ছিলেন ভারতরত্ন অটলজি ৷ বহুদিন ধরে অসুখের বিরুদ্ধে লড়েছিলেন তিনি কিন্তু গত বৃহস্পতিবার না হার মানা মানুষও হার মেনেছে মৃত্যুর কাছে ৷ বিলীন হয়েছেন পঞ্চভূতে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Atal Bihari Vajpayee : এখানেই অস্থি বিসর্জন হবে ভারতরত্ন অটলজির
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement