Kanwar Yatra: উত্তর প্রদেশের কানওয়ারে উদ্ধার বিপুল পরিমাণে মাদক দ্রব্য

Last Updated:

kanwar yatra: শ্রাবণ মাস থেকে শুরু হয় পূণ্য কানওয়ার মেলা। হরিদ্বারে অনুষ্ঠিত এই মেলাতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। গঙ্গা থেকে জল ভর্তি করে, ভক্তরা কানওয়ারের পথে রওনা হন।

পুলিশের হাতে আটক অসাধু ব্যবসায়ী
পুলিশের হাতে আটক অসাধু ব্যবসায়ী
হরিদ্বার: শ্রাবণ মাস থেকে শুরু হয় পূণ্য কানওয়ার মেলা। হরিদ্বারে অনুষ্ঠিত এই মেলাতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। গঙ্গা থেকে জল ভর্তি করে, ভক্তরা কানওয়ারের পথে রওনা হন।
এই সময়ে, হরিদ্বারকে ড্রাই এলাকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই অঞ্চলে মদ নিষিদ্ধ। যদিও এত কড়াকড়ির পরও অনেকে অসাধু ব্যক্তি বেআইনিভাবে এখানে মদ সরবরাহ করেন। এমনই এক অসমাজিক দলকে মদসহ গ্রেফতার করেছে হরিদ্বার পুলিশ ।
advertisement
ওদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ পাওয়া গিয়েছে। গভীর রাতে হর কি পৌরি চৌকি এলাকায় এক বাড়িতে অভিযান চালানোর সময়, পুলিশ ইংরেজি এবং দেশী মদ এবং ২০টিরও বেশি বিয়ারের ক্যান বাজেয়াপ্ত করেছে।
advertisement
বেআইনি মদের ব্যবসায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সঙ্গে দু’জন মহিলাও ছিলেন৷ তাঁরা এখনওএ পলাতক৷ পুলিশ এদের খোঁজ চালাচ্ছে৷
মদ নিষিদ্ধ হওয়ায় এখানকার কোনও দোকান থেকে মদ কেনা যায় না। তাই এই ব্যক্তিরা ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে মদ সরবরাহ করত। কানওয়াড় মেলার ভিড় জায়গায় চলত এই অবৈধ মদ বিক্রি চক্র।
advertisement
দু’জন পুরুষ ও দু’জন নারীর দলটি প্রথমে কানওয়ারিয়াদের ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে যেত। তারপর খদ্দের পাওয়া গেলে চড়া দামে বিক্রি হত সেই মদ।পুলিশ এই খবর পেয়েই তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kanwar Yatra: উত্তর প্রদেশের কানওয়ারে উদ্ধার বিপুল পরিমাণে মাদক দ্রব্য
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement