#নয়াদিল্লি: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বোম্বে (Indian Institute of Technology, Bombay) বিশ্বের সেরা ২০০ টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের সেরা হয়েছে ৷ Quacquarelli Symonds (QS) World University Rankings -এ ভারতের একাধিক সেরা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে ৷ এর মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু আর আইআইটি দিল্লি, যাদবপুর বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে ৷ পৃথিবীর নিরিখে আইআইটি বোম্বের জায়গা ১৭২ তম স্থানে ৷ আইএসসি ১৮৫ তম স্থানে, আইআইটি দিল্লি ১৯৩ তম স্থানে রয়েছে ৷
এই তালিকা অনুযায়ী মাদ্রাজ ইউনিভার্সিটি ২৭৫ তম স্থানে, খড়গপুর আইআইটি ৩১৪ তম স্থানে, কানপুর বিশ্ববিদ্যালয় ৩৫০তম স্থানে, রুড়কি বিশ্ববিদ্যালয় ৩৮৩ তম স্থানে, গুয়াহাটি ৪৭০তম স্থান পেয়েছে ৷ তবে পৃথিবীর বাকি শীর্ষস্থানাধিকারী বিশ্ববিদ্যালয়গুলিতে যে মানের পড়াশুনো হয় ভারতে তার থেকে মান অনেকটাই পিছনে ৷
QS এর মতে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি ক্রমতালিকায় আগের থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে ৷ বোম্বে নিজের আগের তালিকার অবস্থানের থেকে ২০ ধাপ নেমে গিয়েছে ৷ আইআইটি দিল্লির ১১ ধাপ অবনতি হয়েছে ৷
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের এই সেরাদের তালিকায় সেরা হয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি৷ আগের বারেও এটিই সেরা হয়েছিল, এবারেও তারাই নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ৷ আমেরিকার সেরা তিনের বাকি দু’টি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি ৷
QS বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা বানানোর সময় যে যে বিষয়গুলির ওপর নজর দিয়েছিল সেগুলি হল -
১) প্রাতিষ্ঠানিক খ্যাতি
২) শিক্ষকদের খ্যাতি
৩)শিক্ষকদের সঙ্গে ছাত্রদের অনুপাত
৪)প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রভাব
৫)আন্তর্জাতিক পড়ুয়াদের সঙ্গে শিক্ষকের অনুপাত
৬)মোট পড়ুয়াতে আন্তর্জাতিক পড়ুয়ার অনুপাত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IIT Bombay, Jadavpur University, University