পাকিস্তান সন্ত্রাস বন্ধ করলে সীমান্তে শান্তি ফিরবেই: বিপিন রাওয়াত

Last Updated:
#নয়াদিল্লি: ইন্দো-পাক সীমান্তের পরিস্থিতি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে ৷ সীমান্তের ওপার থেকে অহরহ চলছে গুলিবর্ষণ ৷ কিন্তু পরিস্থিতি বদলাবে ৷ আর সেই বিষয়ে আশাবাদী ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷
নীরজ চোপড়া ৷ সদ্য সমাপ্ত এশিয়ান গেমসের জ্যাভলিন থ্রো-তে ভারতের হয়ে সোনার পদক জেতেন নীরজ ৷ পোডিয়ামে যখন তিনি সোনার পদক নিচ্ছিলেন ৷ সেই সময় নীরজের পাশে ছিলেন চিনের এক খেলোয়ার ৷ যিনি দ্বিতীয় স্থান অধিকার করেন ৷ তৃতীয় স্থানে ছিলেন পাকিস্তানের খেলোয়ার আরশাদ নাদিম ৷ পদক গ্রহণের পর আরশাদের সঙ্গে হাত মেলান নীরজ ৷ সেই হাত মেলানোর ছবিই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে ৷
advertisement
ভারত-পাকিস্তানের এই হাত মেলানোর দৃশ্য় শুধুমাত্র খেলার মাঠেই নয় ৷ সীমান্তেও এমন ছবির দেখা মিলতে পারে ৷ যদি পাকিস্তান অবিলম্বে সন্ত্রাসবাদ বন্ধ করে দেয় ৷ তাহলেই একমাত্র এই মেলবেন্ধনের দৃশ্যের সাক্ষী হবে দুই দেশের লক্ষ লক্ষ নাগরিক ৷ সেনাপ্রধানের মতে, নীরজ চোপড়ার মতোই ভারতও অনেক এগিয়ে যাবে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের দিকে, যদি পাকিস্তান প্রথম পদক্ষেপ হিসাবে সন্ত্রাসবাদ বন্ধ করে।
advertisement
advertisement
এশিয়াড গেমসে ভারতের হয়ে যারা পদক জিতেছেন ৷ তাদেরকেই বিশেষ সম্মান দেওয়া হয় ভারতীয় সেনার তরফ থেকে ৷ সেই অনুষ্ঠানেই বিপিন রাওয়াত এমন মন্তব্য করে ৷ তিনি আরও বলেন, ‘‘যদি পাকিস্তান সন্ত্রাস বন্ধ করে তাহলে ভারতীয় সেনারাও ‘নীরজ চোপড়া’ হতে পারেন ৷’’
advertisement
একইসঙ্গে বিপিন রাওয়াত আরও বলেন, ২০১৭ সালে সন্ত্রাস হামলার ঘটনা অনেকটাই কমেছিল ৷ কিন্তু ২০১৮-তে সেটি ফের বেড়ে গিয়েছে ৷ কখনও পাথর ছোঁড়া কিংবা কখনও গোলাগুলি ৷ এইসমস্ত ঘটনায় বারবারই উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা ৷ উপত্যকার যুবকেরাই মূলত জড়িয়ে পড়ছে এই সমস্ত ঘটনায় ৷ এদেরকেই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে সঠিক উপায়ে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তান সন্ত্রাস বন্ধ করলে সীমান্তে শান্তি ফিরবেই: বিপিন রাওয়াত
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement