• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • পাকিস্তান সন্ত্রাস বন্ধ করলে সীমান্তে শান্তি ফিরবেই: বিপিন রাওয়াত

পাকিস্তান সন্ত্রাস বন্ধ করলে সীমান্তে শান্তি ফিরবেই: বিপিন রাওয়াত

Bipin-Rawat

Bipin-Rawat

 • Share this:

  #নয়াদিল্লি: ইন্দো-পাক সীমান্তের পরিস্থিতি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে ৷ সীমান্তের ওপার থেকে অহরহ চলছে গুলিবর্ষণ ৷ কিন্তু পরিস্থিতি বদলাবে ৷ আর সেই বিষয়ে আশাবাদী ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷

  নীরজ চোপড়া ৷ সদ্য সমাপ্ত এশিয়ান গেমসের জ্যাভলিন থ্রো-তে ভারতের হয়ে সোনার পদক জেতেন নীরজ ৷ পোডিয়ামে যখন তিনি সোনার পদক নিচ্ছিলেন ৷ সেই সময় নীরজের পাশে ছিলেন চিনের এক খেলোয়ার ৷ যিনি দ্বিতীয় স্থান অধিকার করেন ৷ তৃতীয় স্থানে ছিলেন পাকিস্তানের খেলোয়ার আরশাদ নাদিম ৷ পদক গ্রহণের পর আরশাদের সঙ্গে হাত মেলান নীরজ ৷ সেই হাত মেলানোর ছবিই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে ৷

  ভারত-পাকিস্তানের এই হাত মেলানোর দৃশ্য় শুধুমাত্র খেলার মাঠেই নয় ৷ সীমান্তেও এমন ছবির দেখা মিলতে পারে ৷ যদি পাকিস্তান অবিলম্বে সন্ত্রাসবাদ বন্ধ করে দেয় ৷ তাহলেই একমাত্র এই মেলবেন্ধনের দৃশ্যের সাক্ষী হবে দুই দেশের লক্ষ লক্ষ নাগরিক ৷ সেনাপ্রধানের মতে, নীরজ চোপড়ার মতোই ভারতও অনেক এগিয়ে যাবে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের দিকে, যদি পাকিস্তান প্রথম পদক্ষেপ হিসাবে সন্ত্রাসবাদ বন্ধ করে।

  আরও পড়ুন: সমকামিতা অপরাধ নয় কিন্তু অপ্রাকৃতিক, 377- নিয়ে মন্তব্য় RSS-র

  এশিয়াড গেমসে ভারতের হয়ে যারা পদক জিতেছেন ৷ তাদেরকেই বিশেষ সম্মান দেওয়া হয় ভারতীয় সেনার তরফ থেকে ৷ সেই অনুষ্ঠানেই বিপিন রাওয়াত এমন মন্তব্য করে ৷ তিনি আরও বলেন, ‘‘যদি পাকিস্তান সন্ত্রাস বন্ধ করে তাহলে ভারতীয় সেনারাও ‘নীরজ চোপড়া’ হতে পারেন ৷’’

  একইসঙ্গে বিপিন রাওয়াত আরও বলেন, ২০১৭ সালে সন্ত্রাস হামলার ঘটনা অনেকটাই কমেছিল ৷ কিন্তু ২০১৮-তে সেটি ফের বেড়ে গিয়েছে ৷ কখনও পাথর ছোঁড়া কিংবা কখনও গোলাগুলি ৷ এইসমস্ত ঘটনায় বারবারই উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা ৷ উপত্যকার যুবকেরাই মূলত জড়িয়ে পড়ছে এই সমস্ত ঘটনায় ৷ এদেরকেই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে সঠিক উপায়ে ৷

  First published: