'এবার কি কন্ডোমও চাই!' ছাত্রীর স্যানিটারি প্যাড-এর দাবিতে উত্তর আইএএস অফিসারের

Last Updated:

'Next What, Condoms?': একজন আইএএস অফিসারের এমন উত্তর! তাও আবার এক ছাত্রীকে!

#পাটনা: আইএএস অফিসার তিনি। তাঁর মুখে কি এমন কথা মানায়!
বিহারের একটি অনুষ্ঠানে এক ছাত্রী দাবি তুলেছিল, সরকার চাইলে কি ২০-৩০ টাকা মূল্যের স্যানিটারি প্যাড পড়ুয়াদের বিনামূল্যে বিতরণ করতে পারে না! তাতেই হঠাৎ করে মেজাজ হারালেন এক আইএএস অফিসার। সেই ছাত্রীকে তিনি পাল্টা যা উত্তর দিলেন, তা শুনে যে কেউ তাজ্জব হয়ে যাবেন।
সেই ছাত্রী দাবি করেছিল, সরকার স্কুল ইউনিফর্মসহ অনেক কিছুই তাদের দেয়। তা হলে সরকার চাইলে কি স্যানিটারি প্যাডও দিতে পারে না! তাঁর এমন দাবির পিছনে যুক্তি ছিল, ক্লাস নাইন বা টেনে পড়া ছাত্রীর কোনও রোজগার থাকে না। এক্ষেত্রে সেই ছাত্রী দুঃস্থ পরিবারের মেয়ে হলে স্যানিটারি প্যাড কেনাটা সমস্যার হয়ে দাঁড়ায়।
advertisement
advertisement
আরও পড়ুন- একই পরিবারের ৬ জনকে খুন, বৌদ্ধ ভিক্ষুকের ভেক ধরে ৩০ বছর কাটিয়ে দিল খুনি!
ছাত্রীটি বলতে চেয়েছিল, সরকার ফ্রি-তে স্যানিটারি প্যাড দিলে অনেক গরীব পরিবারের ছাত্রীর সুবিধা হয়। তবে মঞ্চে থাকা আইএএস অফিসার হরজ্যোৎ কউর বামরাহ আচমকা বলে বসলেন, ''সরকার কি সবই ফ্রি-তে দেবে নাকি! নিজেকেও কিছুটা যোগ্য করে তুলতে হবে, যাতে এসব জিনিস কেনা যায়! সরকারের কাছে কাল আরও অনেক দাবি উঠতে পারে। কেউ বলবে জিনসের প্যান্ট চাই, কেউ বলবে জামা, জুতো চাই! তার পর জন্মনিয়ন্ত্রণের জন্য কন্ডোম! সরকারের কাছে তো দাবির শেষ হবে না দেখছি।''
advertisement
সেই আইএএস অফিসার যে মঞ্চ থেকে এসব কথা বললেন সেখানে তাঁকে শোনার জন্য বসে থাকা ছাত্রীরা বেশিরভাগ ক্লাস নাইন ও টেন-এর। এই বয়সী মেয়েদের সামনে কী করে একজন আইএএস অফিসার এমন কথা বললেন! প্রশ্ন উঠছে।
advertisement
আরও পড়ুন- ঝগড়ার মধ্যে স্ত্রীর কুঠারের কোপে হত স্বামী, খণ্ডিত করা হয় তাঁর যৌনাঙ্গও
বিহারের মহিলা ও শিশু কল্যাণ বিভাগে দায়িত্বপ্রাপ্ত সেই আইএএস অফিসারের ছাত্রীকে দেওয়া সেই উত্তরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'এবার কি কন্ডোমও চাই!' ছাত্রীর স্যানিটারি প্যাড-এর দাবিতে উত্তর আইএএস অফিসারের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement