'এবার কি কন্ডোমও চাই!' ছাত্রীর স্যানিটারি প্যাড-এর দাবিতে উত্তর আইএএস অফিসারের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
'Next What, Condoms?': একজন আইএএস অফিসারের এমন উত্তর! তাও আবার এক ছাত্রীকে!
#পাটনা: আইএএস অফিসার তিনি। তাঁর মুখে কি এমন কথা মানায়!
বিহারের একটি অনুষ্ঠানে এক ছাত্রী দাবি তুলেছিল, সরকার চাইলে কি ২০-৩০ টাকা মূল্যের স্যানিটারি প্যাড পড়ুয়াদের বিনামূল্যে বিতরণ করতে পারে না! তাতেই হঠাৎ করে মেজাজ হারালেন এক আইএএস অফিসার। সেই ছাত্রীকে তিনি পাল্টা যা উত্তর দিলেন, তা শুনে যে কেউ তাজ্জব হয়ে যাবেন।
সেই ছাত্রী দাবি করেছিল, সরকার স্কুল ইউনিফর্মসহ অনেক কিছুই তাদের দেয়। তা হলে সরকার চাইলে কি স্যানিটারি প্যাডও দিতে পারে না! তাঁর এমন দাবির পিছনে যুক্তি ছিল, ক্লাস নাইন বা টেনে পড়া ছাত্রীর কোনও রোজগার থাকে না। এক্ষেত্রে সেই ছাত্রী দুঃস্থ পরিবারের মেয়ে হলে স্যানিটারি প্যাড কেনাটা সমস্যার হয়ে দাঁড়ায়।
advertisement
advertisement
আরও পড়ুন- একই পরিবারের ৬ জনকে খুন, বৌদ্ধ ভিক্ষুকের ভেক ধরে ৩০ বছর কাটিয়ে দিল খুনি!
ছাত্রীটি বলতে চেয়েছিল, সরকার ফ্রি-তে স্যানিটারি প্যাড দিলে অনেক গরীব পরিবারের ছাত্রীর সুবিধা হয়। তবে মঞ্চে থাকা আইএএস অফিসার হরজ্যোৎ কউর বামরাহ আচমকা বলে বসলেন, ''সরকার কি সবই ফ্রি-তে দেবে নাকি! নিজেকেও কিছুটা যোগ্য করে তুলতে হবে, যাতে এসব জিনিস কেনা যায়! সরকারের কাছে কাল আরও অনেক দাবি উঠতে পারে। কেউ বলবে জিনসের প্যান্ট চাই, কেউ বলবে জামা, জুতো চাই! তার পর জন্মনিয়ন্ত্রণের জন্য কন্ডোম! সরকারের কাছে তো দাবির শেষ হবে না দেখছি।''
advertisement
সেই আইএএস অফিসার যে মঞ্চ থেকে এসব কথা বললেন সেখানে তাঁকে শোনার জন্য বসে থাকা ছাত্রীরা বেশিরভাগ ক্লাস নাইন ও টেন-এর। এই বয়সী মেয়েদের সামনে কী করে একজন আইএএস অফিসার এমন কথা বললেন! প্রশ্ন উঠছে।
'Next What, Condoms?', IAS Officer's Snarky Reply to Bihar School Girl’s Sanitary Pad Questionhttps://t.co/BvKIegWL9A pic.twitter.com/aLVKphX3fr
— News18.com (@news18dotcom) September 28, 2022
advertisement
আরও পড়ুন- ঝগড়ার মধ্যে স্ত্রীর কুঠারের কোপে হত স্বামী, খণ্ডিত করা হয় তাঁর যৌনাঙ্গও
বিহারের মহিলা ও শিশু কল্যাণ বিভাগে দায়িত্বপ্রাপ্ত সেই আইএএস অফিসারের ছাত্রীকে দেওয়া সেই উত্তরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 8:54 PM IST