একই পরিবারের ৬ জনকে খুন, বৌদ্ধ ভিক্ষুকের ভেক ধরে ৩০ বছর কাটিয়ে দিল খুনি!

Last Updated:

Killer disguised as buddha monk: বৌদ্ধ ভিক্ষুক সেজে ৩০ বছর লুকিয়ে ছিল এই খুনি। শেষ রক্ষা হল না।

#গাজিয়াবাদ: একদিন, দুদিন নয়। ৩০ বছর ধরে ফেরার ছিল সে। একই পরিবারের ৬ জনকে খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এমন ভয়ঙ্কর অপরাধী কি না বৌদ্ধ ভিক্ষুকের ভেক ধরে ছিল এতদিন!
তিন দশক  পর শেষমেশ পুলিশের জালে সেই অপরাধী। উত্তরপ্রদেশের পুলিশ রাম সেবক নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই ঘটনায় চমকে গিয়েছেন অনেকেই। কী করে এত বছর ধরে ওই ব্যক্তি বৌদ্ধ ভিক্ষুকের ভেক ধরে থাকল! প্রশ্ন উঠছে।
আরও পড়ুন- মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে ‘স্মৃতিভ্রংশ’ কটাক্ষ সাকেত গোখলের, রাজনীতিতে তরজা তুঙ্গে
জানা গিয়েছে, আগ্রার লখনপুরে একই পরিবারের ৬ জনকে খুন করেছিল তিনজন। নয়ের দশকের সেই ঘটনা ওই সময় হইচই ফেলেছিল। রাম সেবক সহ মোট তিনজন এই ঘটনায় যুক্ত ছিল। প্রেমঘটিত কোনও কারণের জেরেই তারা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছিল পুলিশ।
advertisement
advertisement
একই পরিবারের ৬ জনকে নৃশংসভাবে খুন করার অপরাধে তিনজনকেই ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত। তবে এর পরই জামিনের আবেদন মঞ্জুর হয়ে যায় তাদের।  রাম সেবক ও কিশোরী লাল নামের দুই অপরাধী এর পর সুযোগ বুঝএ গা ঢাকা দেয়। সেই থেকে তাদের পুলিশ খুঁজছিল।
১৯৯১ সালে সেই নারকীয় ঘটনার পর রাম সেবক নামের ওই ব্যক্তি দিল্লি পালিয়ে গিয়ে বৌদ্ধ মঠে আশ্রয় নিয়েছিল। সেখানে সে বৌদ্ধ ভিক্ষুকের ভেক ধরে। তার পর কেটে যায় বছরের পর বছর। এতদিন ভিক্ষুকের বেশে গা ঢাকা দিয়ে ছিল সে। তবে শেষ রক্ষা হল না।
advertisement
আরও পড়ুন- রাজস্থানের বারমেরে সরকারি স্কুলের শৌচালয়ে ধর্ষিতা দলিত কিশোরী
গোপন সূত্র মারফত খবর পেয়েছিল পুলিশ। একটি বাস স্ট্যান্ডসংলগ্ন এলাকায় রাম সেবক রয়েছে বলে খবর যায় পুলিশের কাছে। শেষমেশ অপরাধীকে গ্রেফতার করে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একই পরিবারের ৬ জনকে খুন, বৌদ্ধ ভিক্ষুকের ভেক ধরে ৩০ বছর কাটিয়ে দিল খুনি!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement