IAF's MiG-21 Fighter Aircraft Crashes In Rajasthan: এক বছরে ১২ সামরিক বিমান দুর্ঘটনার কবলে, প্রশ্ন উঠছে মিগের যন্ত্রাংশ নিয়ে

Last Updated:

বায়ুসেনার পক্ষ থেকে নিহত দুই পাইলটের জন্য সমবেদনা জানানো হয়েছে । বারমেরের দুর্ঘটনাস্থল থেকে যে ছবি আসছে তাতে দেখা যায় দাউ দাউ করে জ্বলতে থাকা বিমানটিকে।

#রাজস্থান: আবার ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ ২১। বৃহস্পতিবার রাত ৯.১০ নাগাদ রাজস্থানের বারমেরের কাছে ভেঙে পড়ে বিমানটি। বিমানে থাকা দুই পাইলটেরই মৃত্যু হয়েছে। বায়ুসেনা সূত্রে খবর, রাজস্থানের উরলাই বেস থেকে ট্রেনিংয়ের জন্য ওড়ে বিমানটি। তবে কিছু ক্ষণ পরেই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
তবে সূত্রের খবর, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। দুর্ঘটনার পরেই বায়ুসেনার চিফ, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরির সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
advertisement
গত এক বছরে ভারতের ১২টি সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয়েছে ২৪ জনের। তালিকায় রয়েছে প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের অ্যাপাচে ট্রাক দুর্ঘটনা, ২০২০ শালে ৫টি সামরিক বিমান দুর্ঘটনা হয়েছিল। গত এক বছরে সংখ্যাটা তার দিগুণ। প্রশ্ন উঠছে সামরিক বিমানের যন্ত্রাংশ নিয়েও।
advertisement
বায়ুসেনার পক্ষ থেকে নিহত দুই পাইলটের জন্য সমবেদনা জানানো হয়েছে । বারমেরের দুর্ঘটনাস্থল থেকে যে ছবি আসছে তাতে দেখা যায় দাউ দাউ করে জ্বলতে থাকা বিমানটিকে। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ে তার তদন্ত করা হচ্ছে।
advertisement
বার বার দুর্ঘটনার কবলে পড়ে মিগ বিমান। প্রতিবারই দাবি উঠেছে মিগ বিমানের যন্ত্রাংশ যাচাই করার। এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে সেনা প্রধান  জেনারেল মনোজ পান্ডে অ্যামো এক্সপো ২০২২-এ বলেন, ৯ হাজার কোটি টাকার বরাত দেওয়া হয়েছে ভারতীয় সংস্থাদের। কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে এবার থেকে ঘরের মাটিতেই তৈরি হবে সামরিক বাহিনীর জন্য ব্যবহারের সামগ্রী। তবে বার বার দুর্ঘটনার কবলে পড়ার ফলে প্রশ্ন তুলছে পাইলটদের নিরাপত্তা নিয়েও।
advertisement
Ilmaz Syed
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IAF's MiG-21 Fighter Aircraft Crashes In Rajasthan: এক বছরে ১২ সামরিক বিমান দুর্ঘটনার কবলে, প্রশ্ন উঠছে মিগের যন্ত্রাংশ নিয়ে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement