Iran Protests: "বেঁচে আছি, এখানে কারফিউ, প্রার্থনা কর...", ইরানে পাঠরত ভারতীয় ছাত্রীর বাবা-মাকে পাঠান ভিডিও ভাইরাল, দেখুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Iran Protests: ইরানের পরিস্থিতি অবনতি হওয়ায় ভারতীয়দের অবিলম্বে দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাস ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি পরামর্শ জারি করেছে।
তেহরান: ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে, আলি খামেইনি গণহত্যা শুরু করেছেন, যার ফলে আমেরিকা আক্রমণের হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে, যার জেরে সমস্ত দেশ, তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে চরম উদ্বিগ্ন। সম্প্রতি, ভারত দ্বিতীয়বারের মতো অ্যাডভাইসরি জারি করেছে, যেখানে ইরানে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিককে যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছেড়ে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে এক ভারতীয় ছাত্রী তাঁর বাবা-মাকে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ভিডিওতে, সে ইরানের পরিস্থিতি এবং কীভাবে সে নিজেকে নিরাপদ রাখছে, তা বর্ণনা করেছেন।
ইরান পাঠরতা সেই পড়ুয়ার ভিডিওতে, ছাত্রী তার বাবা-মাকে ইরানের সাম্প্রতিক অস্থিরতা এবং তার নিজের সুস্থতার বিষয়ে জানিয়েছেন। তিনি বলছেন, “তোমরা সবাই ঠিক আছ? আমি ঠিক আছি। আমার বন্ধু সায়েশার বাড়ি ফেরার কথা ছিল, এখন আমি তার ফোন থেকেই ভিডিও করছি, যাতে সে তোমাদের ভিডিওটি পাঠাতে পারে। তোমরা তাতে জানাতে পার, আমি ঠিক আছি, বেঁচে আছি।”
advertisement
ছাত্রী ভিডিওতে আরও বলেছেন, “আমি স্বপ্ন দেখছি, তোমরা আমাকে নিয়ে চিন্তা করছ। কিন্তু চিন্তার কিছু নেই। তোমরা বেশি চিন্তা করো না। আমি ঠিক আছি, আমি খাওয়া-দাওয়া করছি স্বাভাবিকভাবেই। আমার কাছে টাকা আছে। এখানে বিক্ষোভ হচ্ছে ঠিকই, সন্ধ্যায় আরও বিক্ষোভ হতে পারে। কিন্তু এটা চিন্তার বিষয় নয়, আমি ঘরের ভেতরে রয়েছি, বাইরে যাচ্ছি না, তাই তা নিয়ে কোনও সমস্যা নেই।”
advertisement
advertisement
“We are alright, things are okay. Don’t be worried,” Indian students in Iran told their parents, saying protests are linked to inflation and a curfew imposed after 6 p.m. pic.twitter.com/zYHwlJXZAY
— Geo View (@theGeoView) January 14, 2026
ভিডিওতে তিনি বলেছেন, “আমি ভাল আছি, সবাইকে বলে দাও, আমি ভাল আছি। মুদ্রাস্ফীতির কারণে এখানে দিনেরবেলাও বিক্ষোভ চলছে। সন্ধ্যা ছ’টার পর কারফিউ রয়েছে। আমাদের দেশে হলে যেমন হয়, তেমনই অবস্থা। কিন্তু সবকিছু ঠিক আছে, আমরা ঠিক আছি।”
advertisement
ছাত্রী বলেন, “যদি মনে হয় বা বাড়ি যেতে বলা হয়, আমরা আসব। তবে তার জন্য অপেক্ষা করে থেক না। এখনও কিছুই নিশ্চিত হয়নি। আমরা আসতে পারি, অথবা নাও আসতে পারি, এখনও জানি না। এখানে কখন ইন্টারনেট ফিরে আসবে, বা কী হবে, সেটাও বুঝতে পারছি না। আমি ভাল আছি, প্রার্থনা কর।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2026 7:07 PM IST











