#হায়দরাবাদ: পথ নির্দেশিকা না মানলে এবার সরাসরি বার্তা চলে আসবে হোয়াটসঅ্যাপে (Whatsapp) ৷ এমনই অভিনব উদ্যোগ হয়দারাবার ট্র্যাফিক পুলিশের৷ এবার থেকে ট্রাফিক ডিপার্টমেন্টও (Hyderabad Traffic Department) কাজ করবে ডিজিটাল মাধ্যমে৷ ট্রাফিক নিয়ম ভাঙলেই বেজে উঠবে হোয়াটসঅ্যাপ রিং টোন৷ এসে যাবে ট্রাফিক চালান৷ এতদিন পর্যন্ত নিয়ম ভাঙলে এসএমএস-এ আসত চালান৷ এখন থেকে আরও কিছুটা স্মার্ট হচ্ছে যান চলাচলের সঙ্গে যুক্ত এই দফতর৷ এখন থেকে খুবই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে হায়দরাবাদ ট্র্যাফিক পুলিশ৷
সাধারণ পথ চলতি যানবাহন মালিকের হোয়াটসঅ্যাপ নম্বর পাওয়া একেবারেই সমস্যার নয় ট্র্যাফিক পুলিশের পক্ষে৷ এক সিনিয়ার ট্রাফিক পুলিশের কথায়, গাড়ি কেনার ও রেজিস্ট্রির (Car register) সময় মালিকরা তাদের ঠিকানা, ফোন নম্বর সব নথিভুক্ত করেন৷ তাই সকলের নম্বর তো থাকে হোয়াটসঅ্যাপ-র নম্বর পাওয়া একেবারেই সমস্যার নয়৷ যেহেতু হোয়াটসঅ্যাপ এখন ভীষণ বেশি ব্যবহার হয়, তাই চালান পাঠালে একবারেই নজরে পড়বে নিয়ম ভঙ্গকারিদের৷
আরও পড়ুনGood News: সহকর্মীর পাশে থেকে তাঁর সন্তানদের দায়িত্ব নিয়ে নিদর্শন তৈরি মহিলা পুলিশ কর্মীর
সাধারণত কন্ট্রোল রুম থেকে চালান বা মেসেজ পাঠানো হয়৷ কোন নিয়ম ভাঙলে কত টাকা দিতে হবে, সে সব বার্তা নিজেদের পোর্টালে আপডেট করেছে হায়দরাবাদ ট্র্যাফিক পুলিশ (Hyderabad Traffic Police Website)৷ ট্রাফিক পুলিশের নির্দিষ্ট সাইটে গেলে সরাসরি দেখা যাবে, কোন নিয়ম ভাঙার ফলে কোন গাড়িতে কত টাকা জরিমানা করা হয়েছে৷ তারপরই সেই বার্তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে৷ অনলাইনে মেটানো যাবে সেই জরিমানা৷ বা হায়দরাবাদ শহরের ট্রাফিক বুথের মিসেবা-তে সেই টাকা দেওয়া যাবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hyderabad, Traffic Rule