Hyderabad News: ট্রাফিক নিয়ম ভাঙলে নয়া নীতি পুলিশের

Last Updated:

সাধারণত কন্ট্রোল রুম থেকে চালান বা মেসেজ পাঠানো হয়৷

#হায়দরাবাদ: পথ নির্দেশিকা না মানলে এবার সরাসরি বার্তা চলে আসবে হোয়াটসঅ্যাপে (Whatsapp) ৷ এমনই অভিনব উদ্যোগ হয়দারাবার ট্র্যাফিক পুলিশের৷ এবার থেকে ট্রাফিক ডিপার্টমেন্টও (Hyderabad Traffic Department) কাজ করবে ডিজিটাল মাধ্যমে৷ ট্রাফিক নিয়ম ভাঙলেই বেজে উঠবে হোয়াটসঅ্যাপ রিং টোন৷ এসে যাবে ট্রাফিক চালান৷ এতদিন পর্যন্ত নিয়ম ভাঙলে এসএমএস-এ আসত চালান৷ এখন থেকে আরও কিছুটা স্মার্ট হচ্ছে যান চলাচলের সঙ্গে যুক্ত এই দফতর৷ এখন থেকে খুবই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে হায়দরাবাদ ট্র্যাফিক পুলিশ৷
সাধারণ পথ চলতি যানবাহন মালিকের হোয়াটসঅ্যাপ নম্বর পাওয়া একেবারেই সমস্যার নয় ট্র্যাফিক পুলিশের পক্ষে৷ এক সিনিয়ার ট্রাফিক পুলিশের কথায়, গাড়ি কেনার ও রেজিস্ট্রির (Car register) সময় মালিকরা তাদের ঠিকানা, ফোন নম্বর সব নথিভুক্ত করেন৷ তাই সকলের নম্বর তো থাকে হোয়াটসঅ্যাপ-র নম্বর পাওয়া একেবারেই সমস্যার নয়৷ যেহেতু হোয়াটসঅ্যাপ এখন ভীষণ বেশি ব্যবহার হয়, তাই চালান পাঠালে একবারেই নজরে পড়বে নিয়ম ভঙ্গকারিদের৷
advertisement
advertisement
সাধারণত কন্ট্রোল রুম থেকে চালান বা মেসেজ পাঠানো হয়৷ কোন নিয়ম ভাঙলে কত টাকা দিতে হবে, সে সব বার্তা নিজেদের পোর্টালে আপডেট করেছে হায়দরাবাদ ট্র্যাফিক পুলিশ (Hyderabad Traffic Police Website)৷ ট্রাফিক পুলিশের নির্দিষ্ট সাইটে গেলে সরাসরি দেখা যাবে, কোন নিয়ম ভাঙার ফলে কোন গাড়িতে কত টাকা জরিমানা করা হয়েছে৷ তারপরই সেই বার্তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে৷ অনলাইনে মেটানো যাবে সেই জরিমানা৷ বা হায়দরাবাদ শহরের ট্রাফিক বুথের মিসেবা-তে সেই টাকা দেওয়া যাবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Hyderabad News: ট্রাফিক নিয়ম ভাঙলে নয়া নীতি পুলিশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement