Hyderabad Terror Plan: লক্ষ্য হায়দরাবাদ...! সন্ত্রাসবাদী হামলার ছক নিজামের শহরে, সন্দেহভাজন ISIS যোগ দুই ব্যক্তি গ্রেফতার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hyderabad Terror Plan: বড়সড় হামলা থেকে রক্ষা পেল হায়দরাবাদ। শুধু হায়দরাবাদই নয়, দেশজুড়ে বোমা বিস্ফোরণ ঘটানোর লক্ষ্যে একটি সন্ত্রাসবাদী পরিকল্পনা নস্যাৎ করে বড় সাফল্য দুই ব্যক্তিকে গ্রেফতার করে বড় সাফল্য পুলিশের।
হায়দরাবাদ : বড়সড় হামলা থেকে রক্ষা পেল হায়দরাবাদ। শুধু হায়দরাবাদই নয়, দেশজুড়ে বোমা বিস্ফোরণ ঘটানোর লক্ষ্যে একটি সন্ত্রাসবাদী পরিকল্পনা নস্যাৎ করে বড় সাফল্য দুই ব্যক্তিকে গ্রেফতার করে বড় সাফল্য পুলিশের। অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে দায়ের করা একটি মামলার তদন্তে গ্রেফতার করা হয় এই দুই ব্যক্তিকে।
সূত্রের খবর, এবার হায়দরাবাদে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল আইসিস জঙ্গিদের। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ বড় পরিকল্পনা ভেস্তে দেয়। গ্রেফতার করা হয়েছে দুই সন্ত্রাসবাদীকে। উদ্ধার হয়েছে বিস্ফোরকও।
advertisement
advertisement
তেলেঙ্গানা ও অন্ধ্র পুলিশের যৌথ অভিযানে ওই দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের নাম সিরাজউর রহমান (২৯) ও সঈদ সমীর (২৮)। সিরাজ ভিজিনগরামের বাসিন্দা, সমীর হায়দরাবাদেরই ছেলে।
advertisement
জানা গিয়েছে, এদের দুজনেরই আইসিস সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছিল। জানা যাচ্ছে, আইসিসের নির্দেশেই হায়দরাবাদে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। পুলিশ গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় এবং অভিযুক্ত দুজনকে আটক ও পরে গ্রেফতার করে।
advertisement
জানা গিয়েছে, ভিজিনগরাম থেকে সিরাজ বিস্ফোরকের সামগ্রী নিয়ে এসেছিল। জেরায় পুলিশ জানতে পেরেছে, এই ২জন বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল দেশজুড়ে। সিরাজ ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরির চেষ্টা করছিল, সমীর একটি লিফট অপারেটিং সংস্থায় কর্মরত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 9:47 AM IST