একজন 'এয়ার হোস্টেস' দিনে কত 'ঘণ্টা' ডিউটি করেন বলুন তো...? শুনলেই চমকাবেন, শিওর!

Last Updated:
Air Hostess: জানলে আশ্চর্য হয়ে যাবেন যে একজন এয়ারহোস্টেসের কাজের সময় কিন্তু এমনকি একজন সাধারণ যে কোনও অন্য পেশার চাকরিজীবীদের মতো মোটেই নয়। তাহলে? ঠিক কতক্ষণ কাজ করতে হয় এঁদের?
1/12
অনেক তরুণীই জীবনে বিমানসেবিকা বা এয়ারহোস্টেস হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু এই পেশা আপাতদৃষ্টিতে দেখতে যতই গ্ল্যামারাস হোক না কেন, এর জন্য অনেক কঠোর পরিশ্রমেরও প্রয়োজন।
অনেক তরুণীই জীবনে বিমানসেবিকা বা এয়ারহোস্টেস হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু এই পেশা আপাতদৃষ্টিতে দেখতে যতই গ্ল্যামারাস হোক না কেন, এর জন্য অনেক কঠোর পরিশ্রমেরও প্রয়োজন।
advertisement
2/12
আমরা প্রায়শই বিমান যাত্রায় মুগ্ধ হয়ে দেখি কতটা ধৈর্য সহকারে বিমান সেবিকারা পুরোটা যাত্রাপথ হাসিমুখে সবার সব অনুরোধ ও সমস্যায় এগিয়ে আসেন। একইসঙ্গে বিমানযাত্রার নিয়ম কানুন থেকে জিনিসপত্র জায়গায়ই সঠিক ভাবে রাখা, সব বিষয়েই থাকে তাঁদের সজাগ দৃষ্টি। Representative Image 
আমরা প্রায়শই বিমান যাত্রায় মুগ্ধ হয়ে দেখি কতটা ধৈর্য সহকারে বিমান সেবিকারা পুরোটা যাত্রাপথ হাসিমুখে সবার সব অনুরোধ ও সমস্যায় এগিয়ে আসেন। একইসঙ্গে বিমানযাত্রার নিয়ম কানুন থেকে জিনিসপত্র জায়গায়ই সঠিক ভাবে রাখা, সব বিষয়েই থাকে তাঁদের সজাগ দৃষ্টি। Representative Image
advertisement
3/12
আমরা যাত্রা পথে বিশ্রাম নিলেও প্লেনের এয়ার হোস্টেসদের কিন্তু দেখা যায় যাত্রীদের কোথায় কী সমস্যা হল না হল, সেই সঙ্গে পাইলট বা বিমানচালকের নির্দেশ ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলতে হয় এক এক জন বিমানসেবিকাকে। Representative Image 
আমরা যাত্রা পথে বিশ্রাম নিলেও প্লেনের এয়ার হোস্টেসদের কিন্তু দেখা যায় যাত্রীদের কোথায় কী সমস্যা হল না হল, সেই সঙ্গে পাইলট বা বিমানচালকের নির্দেশ ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলতে হয় এক এক জন বিমানসেবিকাকে। Representative Image
advertisement
4/12
আর তখনই আমাদের অনেকেরই মনে এই প্রশ্নটা আসে, আচ্ছা এই এয়ারহোস্টেসকে ডিউটি হাওয়ার্স বা কাজের সময় ঠিক কতটা? সারা মাসে ঠিক কতদিন তাঁদের এই ভাবে কাজ করে যেতে হয়? Representative Image 
আর তখনই আমাদের অনেকেরই মনে এই প্রশ্নটা আসে, আচ্ছা এই এয়ারহোস্টেসকে ডিউটি হাওয়ার্স বা কাজের সময় ঠিক কতটা? সারা মাসে ঠিক কতদিন তাঁদের এই ভাবে কাজ করে যেতে হয়? Representative Image
advertisement
5/12
জানলে আশ্চর্য হয়ে যাবেন যে একজন এয়ারহোস্টেসের কাজের সময় কিন্তু এমনকি একজন সাধারণ যে কোনও অন্য পেশার চাকরিজীবীদের মতো মোটেই নয়। তাহলে? ঠিক কতক্ষণ কাজ করতে হয় এঁদের? Representative Image 
জানলে আশ্চর্য হয়ে যাবেন যে একজন এয়ারহোস্টেসের কাজের সময় কিন্তু এমনকি একজন সাধারণ যে কোনও অন্য পেশার চাকরিজীবীদের মতো মোটেই নয়। তাহলে? ঠিক কতক্ষণ কাজ করতে হয় এঁদের? Representative Image
advertisement
6/12
চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই সঠিক উত্তরটি। অর্থাৎ বুঝে নেওয়া যাক গোটা মাসে ঠিক যতক্ষণ কাজ করতে হয় একজন বিমানসেবিকাকে। আর গোটা কর্মজীবনের ঠিক কতটা সময়? Representative Image 
চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই সঠিক উত্তরটি। অর্থাৎ বুঝে নেওয়া যাক গোটা মাসে ঠিক যতক্ষণ কাজ করতে হয় একজন বিমানসেবিকাকে। আর গোটা কর্মজীবনের ঠিক কতটা সময়? Representative Image
advertisement
7/12
বস্তুত, চাকরির নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ফ্লাইটের জন্য বিমানসেবিকাদের কর্তব্যের সময় আলাদা। Representative Image 
বস্তুত, চাকরির নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ফ্লাইটের জন্য বিমানসেবিকাদের কর্তব্যের সময় আলাদা। Representative Image
advertisement
8/12
বিশ্বস্ত মিডিয়া রিপোর্ট অনুসারে, একজন এয়ার হোস্টেসের ডিউটি ​​১০ থেকে ১২ ঘণ্টা হয়। এই সময়ে, তাঁরা বিরতি পান এবং কখনও কখনও তাঁদের কাজের সময় আরও দীর্ঘ হয়। Representative Image 
বিশ্বস্ত মিডিয়া রিপোর্ট অনুসারে, একজন এয়ার হোস্টেসের ডিউটি ​​১০ থেকে ১২ ঘণ্টা হয়। এই সময়ে, তাঁরা বিরতি পান এবং কখনও কখনও তাঁদের কাজের সময় আরও দীর্ঘ হয়। Representative Image
advertisement
9/12
এখানেই শেষ নয়, কাজের বহর শুনে চমকে যাওয়ার আরও কিছুটা বাকি। জানেন, একজন এয়ার হোস্টেসকে ৩০ দিনের মাসে ২১ দিন এবং ৩১ দিনের মাসে মোট ২২ দিন কাজ করতে হয়। Representative Image 
এখানেই শেষ নয়, কাজের বহর শুনে চমকে যাওয়ার আরও কিছুটা বাকি। জানেন, একজন এয়ার হোস্টেসকে ৩০ দিনের মাসে ২১ দিন এবং ৩১ দিনের মাসে মোট ২২ দিন কাজ করতে হয়। Representative Image
advertisement
10/12
তবে, একইসঙ্গে এই প্রসঙ্গে জেনে রাখা ভাল আরও একটি চমকপ্রদ তথ্য। একজন এয়ার হোস্টেসের চাকরির গড় সময়কাল হয় মাত্র ৮ থেকে ১০ বছর। Representative Image 
তবে, একইসঙ্গে এই প্রসঙ্গে জেনে রাখা ভাল আরও একটি চমকপ্রদ তথ্য। একজন এয়ার হোস্টেসের চাকরির গড় সময়কাল হয় মাত্র ৮ থেকে ১০ বছর। Representative Image
advertisement
11/12
কিন্তু এর মানে এই নয় যে তাঁরা এরপর বেকার বা কর্মহীন হয়ে যাবেন। এই সময়কালের পরে সংশ্লিষ্ট এয়ারহোস্টেস একটি বিমান প্রশিক্ষণ ইনস্টিটিউটে গ্রাউন্ড স্টাফ, প্রশিক্ষক, কেবিন সুপারভাইজার এবং শিক্ষক হিসেবে কাজ করতে পারেন। Representative Image 
কিন্তু এর মানে এই নয় যে তাঁরা এরপর বেকার বা কর্মহীন হয়ে যাবেন। এই সময়কালের পরে সংশ্লিষ্ট এয়ারহোস্টেস একটি বিমান প্রশিক্ষণ ইনস্টিটিউটে গ্রাউন্ড স্টাফ, প্রশিক্ষক, কেবিন সুপারভাইজার এবং শিক্ষক হিসেবে কাজ করতে পারেন। Representative Image
advertisement
12/12
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
advertisement
advertisement
advertisement