৪ বছর কিশোরীকে লাগাতার গণধর্ষণ করল দাদা ও তার বন্ধুরা ! ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল
Last Updated:
#হায়দরাবাদ : চার বছর ধরে চলছে লাগাতার গণধর্ষণ ৷ কিশোরী শরীরটাকে ছিঁড়ে খেয়েছে ধর্ষকরা ৷ তবে গত চারবছর ধরে মুখ খুলতে পারেনি ওই কিশোরী ৷ কেননা তাকে যখন যৌন অত্যাচার চালানো হত, সে সময়কার ভিডিও তুলে রাখা হয়েছিল ৷ এবং সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করেই চল নারকীয় অত্যাচার ৷ আর ওই কিশোরীর উপর যৌন অত্যাচার চালাত তাঁরই তুতো দাদা এবং বন্ধুরা ৷ এমনই ন্যক্করজনক ঘটনার খবর সামনে আসতে হইচই শুরু হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের এই ঘটনায় ১৬ বছরের ওই কিশোরীর দাবি, তাকে চিলেকোঠার ঘরে নিয়ে গিয়ে, কিছু একটা পানীয় খাইয়ে নেশা করানো হত। তার পরে তার উপর লাগাতার যৌন অত্যাচার ও ধর্ষণের দৃশ্যগুলি ভিডিও করে রাখত ওই দাদা ও তার বন্ধুরা। কিশোরী কাউকে কিছু জানালে সেই ভিডিও-ই ফাঁস করে দেওয়ার হুমকি দিত তারা।
advertisement
পারিবারিক সূত্রের খবর, বিষয়টি সম্পর্কে বিন্দুমাত্র আঁচ পাননি পরিবারের কেউ। কিশোরী নিজেও কাউকে কিছু বলতে পারেনি। শেষ পর্যন্ত পরিস্থিতি সহ্যের অতীত হলে, গত মাসে সে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে যায়। তখনই এই চার বছরের যৌন অত্যাচারের ঘটনা সামনে আসে।
advertisement
পুলিশ জানিয়েছে, কিশোরীর অভিযোগের ভিত্তিতে তিন জন অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এক জনকে আবার প্রত্যক্ষদর্শী হিসেবে সাব্যস্ত করেছে পুলিশ। কিশোরীর পরিবারের অভিযোগ, “অভিযুক্ত কী করে সাক্ষ্য হতে পারে! সে তো যে কোনও সময় সত্যিকে বদলে দিতে পারে। আমরা চাই অবিলম্বে প্রত্যেক ধর্ষকের শাস্তি হোক।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2019 8:26 AM IST