আমার মেয়ের মতো নয়, হায়দরাবাদের তরুণী তাড়াতাড়ি ন্যায় পাক,বলছেন নির্ভয়ার মা

Last Updated:
#নয়াদিল্লি: নির্ভয়ার কাণ্ডের পর আবারও একটি বীভৎসত ঘটনার সাক্ষী থাকল দেশ৷ দিল্লির পর হায়দরাবাদ৷ শহর বদলেছে কিন্তু ঘটনার ভয়বহতা একই রয়ে গিয়েছে৷ ধর্ষণ করে নাক-মুখ চেপে শ্বাসরোধ করে খুন করা হয় তরুণীকে৷ তারপর কম্বলে জড়িয়ে দেহ পুড়িয়ে দেওয়া হয়, প্রমাণ লোপাটের চেষ্টায়৷ এবার সেই তরুণীর জন্য বিচারের দাবি জানালেন নির্ভয়ার মা আশাদেবী৷ তিনি বললেন যে নির্ভয়ার বিচার পেতে কেটে গিয়েছিল সাত বছর৷ এবার সেই বিচারই তাড়াতাড়ি হোক, দাবি দিল্লি নিগৃহীতার মায়ের৷
advertisement
হায়দরাবাদের ঘটনায় ফুঁসছে গোটা দেশ৷ দোষীদের মিটিয়ে মারার নিদান দিয়েছেন রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী জয়া বচ্চন৷ দোষীদের সাস্তির দাবিতে সরব দেশের বিভিন্ন প্রান্তের মানুষ৷ ঘটনার বীভৎসতা সামনে আসার পর বেড়েছে প্রতিবাদের মাত্রা৷ এক তুরুণীর শরীর ছিঁড়ে খেয়েও থামেননি চার যুবকের নৃশংসতা৷ প্রমাণ লোপাটে মেয়েটিকে পুড়িয়ে মেরে ফেলে তারা৷ দেশের মেয়েদের প্রাপ্য কী এটাই? কোথায় দাঁড়িয়ে তাদের নিরাপত্তা, উঠেছে প্রশ্ন৷ এই ঘটনা ফের মনে করিয়ে দিচ্ছে দিল্লি ধর্ষণের ভয়াবহতা৷ হায়দরাবাদের তরুণীর ন্যায়ের ব্যাপারে মুখ খুলেছেন নির্ভয়ার মা৷ তিনি জানিয়েছেন যে ২০১২ যে বর্বরতার শিকার হন তাদের মেয়ে, তার বিচার পেতে কেটে গিয়েছিল ৭ বছর৷ তবে তারপর ধর্ষণের আইনে আমূল পরিবর্তন ঘটেছে৷ তিনি চান শীঘ্রই কঠিন সাস্তি পাক দোষীরা৷ দেশের বিচার ব্যবস্থার কাছে এমনই আবেদন রেখেছেন মেয়েকে হারানো আশাদেবী৷
বাংলা খবর/ খবর/দেশ/
আমার মেয়ের মতো নয়, হায়দরাবাদের তরুণী তাড়াতাড়ি ন্যায় পাক,বলছেন নির্ভয়ার মা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement