'বাহন পুজো'! প্রায় ৬ মিলিয়ন ডলারের নতুন হেলিকপ্টার নিয়ে এসে মন্দিরে পুজো দিলেন শিল্পপতি
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Helicopter Puja: রীতি পালনের উদ্দেশে তিনি নিজে হেলিকপ্টার চালিয়েই মন্দিরে আসেন
হায়দরাবাদ : নতুন দামি যন্ত্র কিনলে সেটি পুজো দেওয়া ভারতীয় সভ্যতার প্রাচীন রীতি। বিশেষ করে গাড়ি কিনলে তার মালিক মন্দিরে গিয়ে আড়ম্বর করে পুজো নিবেদন করেন। মন্দিরগুলিতে দু’ চাকা এবং চার চাকার বাহনকে নিয়ে গিয়ে পুজো দেওয়ার ছবি খুবই প্রচলিত। এই রীতির নাম 'বাহন পূজা’। কিন্তু তাই বলে হেলিকপ্টার! সেটাও দেখা গেল সম্প্রতি। তেলেঙ্গানার শিল্পপতি বোইনপল্লি শ্রীনিবাস রাও তাঁর কেনা নতুন হেলিকপ্টার নিয়ে মন্দিরে হাজির বাহন পূজার জন্য। রীতি পালনের উদ্দেশে তিনি নিজে হেলিকপ্টার চালিয়েই মন্দিরে আসেন।
দেশের নতুন সংস্থাগুলির মধ্যে অন্যতম প্রতিমা গ্রুপের কর্ণধার শ্রীনিবাস রাওয়ের নতুন বাহন হল এয়ারবাস এসিএইচ-১৩৫। সেই আকাশযানেই তিনি হাজির হযেছিলেন হায়দরাবাদ থেকে ১০০ কিমি দূরে ইয়াদাদরি অঞ্চলে শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে। সেখানেই নিবেদন করা হয় বিশেষ পুজো। তাঁর সঙ্গে হাজির ছিলেন পরিবারের সদস্যরাও। বিখ্যাত এই মন্দিরের তিন জন পুরোহিত মিলে পুজোর কাজে নিযুক্ত হন। সব রীতিনীতি পালন করে পুজো দেওয়া হয় ৫.৭ মিলিয়ন ডলার মূল্যের হেলিকপ্টারের।
advertisement
advertisement
Boinpally Srinivas Rao, the proprietor of the Prathima business, bought an Airbus ACH 135 and used it for the "Vahan" puja at the Yadadri temple dedicated to Sri Lakshmi Narasimha Swamy. Costing $5.7M, the opulent helicopter. #Telangana pic.twitter.com/igFHMlEKiY
— Mohd Lateef Babla (@lateefbabla) December 15, 2022
advertisement
ছকভাঙা এই বাহন পুজোর ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনরা উচ্ছ্বসিত এই আলোচনা ঘিরে। এয়ারবাস ওয়েবসাইটের মতে, এই আকাশযান লাইটওয়েট রোটরক্র্যাফ্টের মধ্যে অন্যতম। সুসংবদ্ধ নির্মাণ, মৃদু শব্দ, বিশ্বাসযোগ্যতা, বহুমুখিতার জন্য চর্চিত এই আকাশযান তুলনামূলকভাবে কম ব্যয়বহুল বলেও তাদের মত।
দুই ইঞ্জিন বিশিষ্ট আকাশযানের মধ্যে এই এইচ১৩৫ প্রায় যে কোনও জায়গায় ল্যান্ড করানো যায়। বিশেষ করে উচ্চতায় এবং উষ্ণ আবহাওয়ায়। লম্বা দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষেত্রেও এই বাহন অতুলীনয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2022 8:18 AM IST