Extra marital affair: স্ত্রীর সঙ্গে বাড়িতেই প্রেমিক, হাতেনাতে ধরলেন স্বামী! নৃশংস অত্যাচার, নখ উপড়ে খুন যুবক

Last Updated:

সোমবার সকাল ১১টা নাগাদ শাস্ত্রী পার্ক এলাকায় নিজের বাড়িতে ফিরে নিজের স্ত্রীর সঙ্গে ঋত্বিককে দেখে ফেলেন অভিযুক্ত ব্যক্তি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: বাড়িতেই স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন তাঁর প্রেমিক৷ দু জনকে একসঙ্গে ধরে ফেলেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন মহিলার স্বামী৷ স্বামীর বেদম মারে মৃত্যু হল ২১ বছর বয়সি ওই মহিলার প্রেমিকের৷
সোমবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে দিল্লির শাস্ত্রীপার্ক এলাকায়৷ নিহত ওই যুবকের নাম ঋত্বিক ভার্মা৷ অভিযোগ, একাধিক ব্যক্তি মিলে ঋত্বিককে নির্মম ভাবে মারা হয়৷ এমন কি তাঁর হাতের নখও উপড়ে ফেলা হয়৷ ঋত্বিকের এক আত্মীয়ের কথায়, ওই যুবকের শরীরের প্রতিটি অংশে আঘাত ছিল৷
advertisement
advertisement
জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ শাস্ত্রী পার্ক এলাকায় নিজের বাড়িতে ফিরে নিজের স্ত্রীর সঙ্গে ঋত্বিককে দেখে ফেলেন অভিযুক্ত ব্যক্তি৷ যে বাড়িতে এই ঘটনা ঘটে সেটির প্রতিবেশী একজনের বর্ণনা অনুযায়ী, ঋত্বিকের পাশাপাশি নিজের স্ত্রীকেও মারধর করেন তিনি৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, আহত যুবকের আত্মীয়রাই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছে৷ রাত ৯টা নাগাদ হাসপাতালেই আহত ওই যুবকের মৃত্যু হয়৷
advertisement
জানা গিয়েছে, মৃত ঋত্বিক পেশায় টেম্পো চালক ছিলেন৷ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন ওই যুবক৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Extra marital affair: স্ত্রীর সঙ্গে বাড়িতেই প্রেমিক, হাতেনাতে ধরলেন স্বামী! নৃশংস অত্যাচার, নখ উপড়ে খুন যুবক
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement