Kolkata Unnatural Death: জন্মদিনের পার্টির পরেই উদ্ধার দগ্ধ দেহ...দুর্ঘটনা নয়, খুন! জোড়াসাঁকোর যুবকের মৃত‍্যুতে মারাত্মক অভিযোগ বাবার

Last Updated:

Kolkata Unnatural Death: জোড়াসাঁকোর যুবকের মৃত‍্যুর ঘটনায় নয়া মোড়। মৃত প্রশান্ত পাণ্ডে ওরফে শিবমের (২৫) বাবা বিদ্যাশঙ্কর পাণ্ডের অভিযোগ তাঁর ছেলেকে খুন করা হয়েছে।


জন্মদিনের পার্টির পরেই উদ্ধার দগ্ধ দেহ...দুর্ঘটনা নয়, খুন! জোড়াসাঁকোর যুবকের মৃত‍্যুতে মারাত্মক অভিযোগ বাবার
জন্মদিনের পার্টির পরেই উদ্ধার দগ্ধ দেহ...দুর্ঘটনা নয়, খুন! জোড়াসাঁকোর যুবকের মৃত‍্যুতে মারাত্মক অভিযোগ বাবার
কলকাতা: জোড়াসাঁকোর যুবকের মৃত‍্যুর ঘটনায় নয়া মোড়। মৃত প্রশান্ত পাণ্ডে ওরফে শিবমের (২৫) বাবা বিদ্যাশঙ্কর পাণ্ডের অভিযোগ তাঁর ছেলেকে খুন করা হয়েছে। মৃতের বাবা বিজয় যাদব নামে এক ব‍্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
সূত্রের খবর, বিজয় যাদব এলাকায় চায়ের দোকানে কাজ করে। এই বিজয় যাদব উত্তরপ্রদেশেরই বাসিন্দা৷ বিজয় অনেক দিন ধরেই শিবমকে বিরক্ত করে বলে অভিযোগ বাবার। জন্মদিনের পার্টির যে চারজন ছেলে ছিল তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন রাম জনে, বিকাশ সাউ, সরবেয় তেওয়ারি ও বিট্টু।
advertisement
advertisement
মৃতের বাবার অভিযোগ বিজয় দোষী কিন্তু কোনও রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বিজয়কে গ্রেফতার করছে না পুলিশ। বাবার আরও অভিযোগ দরজা খোলা ছিল। মদের গ্লাস সাজিয়ে রাখা হয়েছে, যাতে খুনের ঘটনা সামনে না আসে৷
advertisement
প্রসঙ্গত, রাতে নিজের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন প্রশান্ত পাণ্ডে। পরদিন সকালেই বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দগ্ধ দেহ। কী ভাবে আগুন লাগল, কী ভাবেই বা তাতে যুবক দগ্ধ হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ । অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
সুদীপ্ত সেন
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Unnatural Death: জন্মদিনের পার্টির পরেই উদ্ধার দগ্ধ দেহ...দুর্ঘটনা নয়, খুন! জোড়াসাঁকোর যুবকের মৃত‍্যুতে মারাত্মক অভিযোগ বাবার
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement