Husband and Wife: অপরূপ সুন্দরী স্ত্রী, খোদ স্বামী ‘এই’ কাজ করলেন, আতঙ্ক

Last Updated:

সৌন্দর্য্যই এক মহিলার জীবনের কাল হল৷ তাও আবার কার কাছে . না খোদ নিজেরই স্বামীর চোখে কাল হল তাঁর স্ত্রী-র (Husband and wife) অপরূপ সৌন্দর্য্য৷

husband killed his beautiful wife
husband killed his beautiful wife
#পটনা: সৌন্দর্য্যই এক মহিলার জীবনের কাল হল৷ তাও আবার কার কাছে . না খোদ নিজেরই স্বামীর চোখে কাল হল তাঁর স্ত্রী-র (Husband and wife) অপরূপ সৌন্দর্য্য৷ ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জের৷ সেই ঘটনা সামনে আসার পর আতঙ্কের লহর এলাকায়৷ বিহারের গুলপশা খাতুনের সৌন্দর্য্য তাঁর মৃত্যুর কারণ হয়ে গেল৷ তাঁর স্ত্রী এত সুন্দর কেন এই কারণে একেবারে মেরে ফেলল তার স্বামীই৷
দারুণ প্ল্যানিং করেছিল হত্যাকারী স্বামী৷ স্ত্রী-কে (Husband and wife) বাপের বাড়ি থেকে আনতে গিয়েছিল স্বামী৷ মেয়েটিকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি নিয়ে আসতে যায় সেখানে যাওয়ার জন্য মেয়ে-জামাই কে বিদায় দেয় মেয়েটির বাড়ির লোক৷ কিন্তু তখনও না সেই সুন্দরী মেয়ে না তাঁর বাড়ির লোক  যে কি মারাত্মক প্ল্যানিং করে রেখেছে সেই স্বামী৷ স্বামীরা চান তাঁদের সুন্দরী স্ত্রী (Beautiful wife) হবে, কিন্তু এই স্বামীর চক্ষুশূল হয়েছিল তাঁর স্ত্রী-র সৌন্দর্য্য৷ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আনার পথে তাকে খুন করে দেয়৷ দেখুন ভিডিও....
advertisement
advertisement
বিয়ের পর সকলেই সাদ্দামের স্ত্রী গুলপশা খাতুনের সৌন্দর্য্যের এত প্রশংসা করছিল তাতেই সন্দেহ শুরু৷ স্ত্রী-র নিশ্চিতভাবে বিবাহ বহির্ভূত (extramarital affair) সম্পর্ক আছে এমনটা ভাবে সে৷ এরই পরিণতি হিসেবে সে স্ত্রীকে খুন করে দেয়৷
advertisement
সিবান জেলার বড়হরিয়া থানা ক্ষেত্রে পকড়ী গাঁও -র রুস্তম আলির মেয়ে গুলবসা খাতুন বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে৷ স্বামী ছিলেন সদ্দাম৷ তাঁদের দুই সন্তান আছে৷ নিজের স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে ভেবে সে স্ত্রীকে শ্বশুর বাড়ি ফিরিয়ে আনার নামে তাকে খুন করে দেয়৷ গলা টিপে সে খুন করার পর হাইওয়ের কিনারায় ডেডবডি ফেলে পালিয়ে যায়৷ যাতে এটা অ্যাক্সিডেন্ট মনে হয়৷
advertisement
পুলিশ ঘটনার তদন্ত করতে নেমে বারবার জেরায় স্বামী ও তার বন্ধু নিজেদের অপরাধ কবুল করে৷ সেখানেই সাদ্দাম জানায় স্ত্রী-র অপরূপ সৌন্দর্য্য (beautiful wife) সে নিতে পারত না৷ তার মনে হত তার স্ত্রী -র বিবাহ বহির্ভূত (extramaerital affair) সম্পর্ক রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Husband and Wife: অপরূপ সুন্দরী স্ত্রী, খোদ স্বামী ‘এই’ কাজ করলেন, আতঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement