Husband and Wife: অপরূপ সুন্দরী স্ত্রী, খোদ স্বামী ‘এই’ কাজ করলেন, আতঙ্ক

Last Updated:

সৌন্দর্য্যই এক মহিলার জীবনের কাল হল৷ তাও আবার কার কাছে . না খোদ নিজেরই স্বামীর চোখে কাল হল তাঁর স্ত্রী-র (Husband and wife) অপরূপ সৌন্দর্য্য৷

husband killed his beautiful wife
husband killed his beautiful wife
#পটনা: সৌন্দর্য্যই এক মহিলার জীবনের কাল হল৷ তাও আবার কার কাছে . না খোদ নিজেরই স্বামীর চোখে কাল হল তাঁর স্ত্রী-র (Husband and wife) অপরূপ সৌন্দর্য্য৷ ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জের৷ সেই ঘটনা সামনে আসার পর আতঙ্কের লহর এলাকায়৷ বিহারের গুলপশা খাতুনের সৌন্দর্য্য তাঁর মৃত্যুর কারণ হয়ে গেল৷ তাঁর স্ত্রী এত সুন্দর কেন এই কারণে একেবারে মেরে ফেলল তার স্বামীই৷
দারুণ প্ল্যানিং করেছিল হত্যাকারী স্বামী৷ স্ত্রী-কে (Husband and wife) বাপের বাড়ি থেকে আনতে গিয়েছিল স্বামী৷ মেয়েটিকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি নিয়ে আসতে যায় সেখানে যাওয়ার জন্য মেয়ে-জামাই কে বিদায় দেয় মেয়েটির বাড়ির লোক৷ কিন্তু তখনও না সেই সুন্দরী মেয়ে না তাঁর বাড়ির লোক  যে কি মারাত্মক প্ল্যানিং করে রেখেছে সেই স্বামী৷ স্বামীরা চান তাঁদের সুন্দরী স্ত্রী (Beautiful wife) হবে, কিন্তু এই স্বামীর চক্ষুশূল হয়েছিল তাঁর স্ত্রী-র সৌন্দর্য্য৷ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আনার পথে তাকে খুন করে দেয়৷ দেখুন ভিডিও....
advertisement
advertisement
বিয়ের পর সকলেই সাদ্দামের স্ত্রী গুলপশা খাতুনের সৌন্দর্য্যের এত প্রশংসা করছিল তাতেই সন্দেহ শুরু৷ স্ত্রী-র নিশ্চিতভাবে বিবাহ বহির্ভূত (extramarital affair) সম্পর্ক আছে এমনটা ভাবে সে৷ এরই পরিণতি হিসেবে সে স্ত্রীকে খুন করে দেয়৷
advertisement
সিবান জেলার বড়হরিয়া থানা ক্ষেত্রে পকড়ী গাঁও -র রুস্তম আলির মেয়ে গুলবসা খাতুন বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে৷ স্বামী ছিলেন সদ্দাম৷ তাঁদের দুই সন্তান আছে৷ নিজের স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে ভেবে সে স্ত্রীকে শ্বশুর বাড়ি ফিরিয়ে আনার নামে তাকে খুন করে দেয়৷ গলা টিপে সে খুন করার পর হাইওয়ের কিনারায় ডেডবডি ফেলে পালিয়ে যায়৷ যাতে এটা অ্যাক্সিডেন্ট মনে হয়৷
advertisement
পুলিশ ঘটনার তদন্ত করতে নেমে বারবার জেরায় স্বামী ও তার বন্ধু নিজেদের অপরাধ কবুল করে৷ সেখানেই সাদ্দাম জানায় স্ত্রী-র অপরূপ সৌন্দর্য্য (beautiful wife) সে নিতে পারত না৷ তার মনে হত তার স্ত্রী -র বিবাহ বহির্ভূত (extramaerital affair) সম্পর্ক রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Husband and Wife: অপরূপ সুন্দরী স্ত্রী, খোদ স্বামী ‘এই’ কাজ করলেন, আতঙ্ক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement