#377: ‘ভালবাসা নয়, সবাই শুধু আমার শরীরটাকেই চাইত’

Last Updated:
#নয়াদিল্লি: এটাই ছিল তাঁর সঙ্গে সাক্ষাৎকারের প্রথম কথা ৷ শরীরে ২৬ বছরের তরতাজা এক তরুণ, কিন্তু মনেপ্রাণে সে এক যুবতী ৷ জীবন নিয়ে অনেক রঙিন স্বপ্ন ছিল তাঁর ৷ কিন্তু চলার পথ গেল পাল্টে ৷
নিজের জীবনের গল্প বলতে গিয়ে রূপান্তরকামী জেরি শুরুতেই বলেন, ‘বিশ্বাস করুন, প্রথমেই এই রাস্তায় পা বাড়ানোর কথা কখনই ভাবিনি ৷ ভালবাসার কথা শুনে অনেক ঠকেছি ৷ ভালবাসা নয়, লোকে তখন শুধু আমার নরম শরীরটাকেই চাইত ৷’ আসল এই কথাটাই বুঝতেই পাল্টে গেল আমার জীবনকে দেখার ভঙ্গি ৷
Feature-4-2
advertisement
১২ জুন, ১৯৯২ আজমগড়ের এক মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারে জন্ম হয়েছিল জেরির ৷ আর পাঁচটা সাধারণ পরিবারের মতো বাবা, মা, পিসি, ভাই, বোন সকলের সঙ্গেই বড় হচ্ছিল জেরি ৷ বয়ঃসন্ধিতে পৌঁছেই বদলে যেতে লাগল চেনা দুনিয়াটা ৷ বদলে গেল চেনা মানুষগুলোর দৃষ্টিভঙ্গি ৷
‘অনিচ্ছা সত্ত্বেও জোর করে ছোট করে কাটিয়ে দেওয়া হত চুল ৷ ছেলেদের সঙ্গে ফুটবল খেলার থেকে ঘরের মধ্যে বোন আর দিদির সঙ্গে খেলতে আমার বেশি ভাল লাগত ৷ তবু জোর করে চড় থাপ্পড় মেরে বিকেলবেলা পাঠানো হত ফুটবল মাঠে ৷’ বলে জেরি ৷ এমনি এক ডিসেম্বরের বিকেলে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন জেরি ৷
advertisement
Feature-1-2
সন্ধে নামার মুখে আধা অন্ধকার স্কুলের মাঠে তাঁকে ঘিরে ধরে বেশ কয়েকজন সিনিয়র ৷ সে আসলে ছেলে না মেয়ে দেখার জন্য জোর করে খোলা মাঝে খুলে দেওয়া হয় তাঁর পরনের জামাকাপড় ৷ নগ্ন করে নিশ্চিত করা হয় তাঁর শরীরের নিম্নাঙ্গ বহন করছে কোন লিঙ্গের চিহ্ন ৷ জেরির পুরুষাঙ্গ দেখে নিশ্চিত হওয়ার পর তাঁকে ছেড়ে দেয় ছেলেগুলো ৷ ঘটনার কথা বাড়িতে জানাতে পারেনি সে ৷
advertisement
কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই কমনীয় হতে থাকে জেরির আচরণ ৷ বাইরের পুরুষালি শরীরের ভেতর ফুলের কুঁড়ির মতো বেড়ে উঠছিল এক তরুণী ৷ এমন সময়েই জেরির জীবনে আসে প্রথম প্রেম ৷ প্রথম ভালবাসার অভিঘাতে ভেসে যেতে বেশি সময় লাগেনি ৷ সে প্রেম ধীরে ধীরে হাত রেখেছিল জেরির শরীরে ৷ জাগিয়ে তোলে তাঁর নারীসত্ত্বাকে ৷ কিন্তু সে প্রেমের মেয়াদ খুব দীর্ঘ হয়নি ৷ জেরির কথায়, ‘সম্পর্কে যখন মনের চেয়ে শরীর বেশি দামী হয়ে ওঠে, তখন সে সম্পর্ক প্রাণ ত্যাগ করে ৷’
advertisement
আরও পড়ুন 
এযাবৎকাল পর্যন্ত জেরির মোট ৯ জন বয়ফ্রেন্ড ছিল ৷ এই মিঠে-কড়া-তিক্ত সম্পর্কগুলিই বদলে দিয়েছে তাঁর জীবনের মানে, তাঁর জীবন দর্শন ৷ ‘একটার পর একটা সম্পর্কের ভাঙাগড়া অভিজ্ঞতা থেকে বুঝি শরীরটাই সব ৷ শরীরী তৃপ্তির মিললেও মেলেনি মনের আশ্রয় ৷ প্রত্যেকে এসেছে আমার শরীরকে ছুঁয়েছে, সম্ভোগ করেছে কিন্তু মনটাকে বোঝার চেষ্টা কেউ করেনি ৷ কোমরে হাত রেখেছে কিন্তু মাথায় হাত বুলিয়ে দেয়নি কেউ ৷ ভালবাসার সম্পর্কের জালে জড়িয়ে শুধু ফ্রিতে পেতে চেয়েছে আমার শরীরকে ৷ শারীরিক ফায়দা তোলার অভিযোগ, অপমান, দুঃখ জানাব কাকে? কোথায়? ’
advertisement
আরও পড়ুন
এই সারসত্ত বুঝতেই সব থেকে বড় পদক্ষেপ নিয়ে ফেলে জেরি ৷ সিদ্ধান্ত নেয়, ‘শরীরটাই যদি দিতে হয়, তবে বিনা পয়সায় দেব কেন! ভালবাসার নাম করে মিথ্যাচারের কোনও প্রয়োজন আর নেই ৷ তাই ঠিক করি শারীরিক তৃপ্তি দিতে হলে টাকা নিয়েই দেব ৷ টাকা নিলে আর সেখানে আমার মন আশ্রয় খুঁজতে যাবে না ৷’
advertisement
এরপরই বদলে যায় জেরির জীবন ৷ রূপান্তরকামী প্রেমিকার রূপ থেকে জন্ম নেয় এক যৌনকর্মী ৷ তবে পেশা যাই হোক না কেন, মানুষ হিসেবে এদিনের পর স্বীকৃতি পাবে জেরি এবং জেরির মতো আরও লক্ষ লক্ষ ভারতবাসী ৷ সুপ্রিম রায়ে আজই হয়েছে ৩৭৭ ধারার অবসান ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#377: ‘ভালবাসা নয়, সবাই শুধু আমার শরীরটাকেই চাইত’
Next Article
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE