জামার বোতামে এ কী লুকানো রয়েছে, ভিডিও দেখলেই অনেকেই চমকে উঠবেন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
সূত্রের দাবি, অভিনব কায়দায় সেই মাদক পাচার করা হচ্ছিল।
#মুম্বই: অভিনব বললেও কম হবে। কিন্তু শেষ মুহূর্তে অবশেষে ধরা পড়ে গেল কাস্টমস অফিসারের হাতে। মুম্বই বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার মাদক। সূত্রের দাবি, অভিনব কায়দায় সেই মাদক পাচার করা হচ্ছিল।
কাস্টমস অফিসাররা জানিয়েছেন, ৪.৪৭ কেজির হেরোইন এবং ১.৫ কেজি কোকেন উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য ৩১.২৯ কোটি টাকা। কোকেনের বাজারমূল্য ১৫.৯৬ কোটি টাকা। তবে একটি ঘটনায় নয়।
Mumbai Airport Customs seizes 4.47 kg Heroin valued at Rs 31.29 crores & 1.596 kg Cocaine valued at Rs 15.96 crores in two separate cases. Heroin was concealed in documents folder covers whereas Cocaine was concealed in cloth buttons: Customs pic.twitter.com/rx4YwDtK3K
— ANI (@ANI) January 6, 2023
advertisement
advertisement
মুম্বই বিমানবন্দরে দুই পৃথক ঘটনায় তল্লাশি অভিযানের সময়ে এই বিপুল পরিমাণে মাদকের সন্ধান মেলে। জানা গিয়েছে, হেরোইন নথির ফোল্ডার কভারে লুকিয়ে রাখা হয়েছিল। কোকেন কাপড়ের বোতামের মধ্যেই লুকিয়ে রাখা হয়েছিল।
আরও পড়ুন, ‘ওঁরা বয়স্ক এই শীতে ওঁদের খাট দেওয়া হোক’’জেলে পার্থ চট্টোপাধ্যায়দের জন্য খাট চাইলেন আইনজীবী
advertisement
ঘটনায় কতজনকে গ্রেফতার কিংবা আটক করা গিয়েছে তা এখনও জানা যায়নি। কাস্টমসের অনুমান এর নেপথ্যে বড় কোনও চক্রে হাত রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখানে কোথায় বিপুল পরিমাণে মাদক পাচার করা হত, তাও খতিয়ে দেখা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2023 2:11 PM IST

