Howrah Esplanade Metro Railways: ৫ মিনিটের যাত্রাপথেও চাই বসার আসন! ইচ্ছে করে উল্টোপথে যাত্রা মেট্রোরেলে! উলটপুরাণের যাত্রীদের ধরতে কড়া পদক্ষেপ

Last Updated:

Howrah Esplanade Metro Railways: মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, প্রায় ৪০ জন প্রতিদিন গড়ে ধরা পড়ছেন

অফিস টাইম বাদে বাকি সার্ভিস টাইমে ২০ মিনিট অন্তর চলে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান লাইনের মেট্রো
অফিস টাইম বাদে বাকি সার্ভিস টাইমে ২০ মিনিট অন্তর চলে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান লাইনের মেট্রো
কলকাতা : হাওড়া থেকে এসপ্ল্যানেড। মেট্রো পথে সময় লাগে মাত্র ৫ মিনিট। যদিও এই পাঁচ মিনিট সময় দাঁড়িয়ে যাওয়ার ধৈর্য দেখাচ্ছেন না একাধিক যাত্রী৷ ফলে হামেশাই দেখা যাচ্ছে, হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দানমুখী মেট্রোয় চেপে বসছেন। সেই মেট্রোয় আসন দখল করে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড সাড়ে ছয় মিনিটের যাত্রা করছেন বসে৷ ফলত প্রান্তিক স্টেশন অর্থাৎ হাওড়া ময়দান থেকে যে সব যাত্রীরা উঠছেন তারা বসার আসন কার্যত পাচ্ছেন না। এক বিনা টিকিটে যাওয়া, দুই বেআইনি ভাবে আসন দখল-এর জেরে নিত্যদিন সমস্যা লেগেই আছে হাওড়া ময়দান, হাওড়া মেট্রো স্টেশনে।
পাবলিক অ্যাড্রেসাল সিস্টেমে চলছে ঘোষণা— ‘উল্টো দিকের ট্রেনে চড়বেন না। তা হলে আর্থিক জরিমানা করা হবে।’ কিন্তু এরপরেও কে শোনে, কার কথা? তাই ১৪ জনের বিশেষ দল তৈরি হয়েছে৷ যারা ঘুরে ঘুরে এই সমস্ত যাত্রীদের চিহ্নিত করছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, প্রায় ৪০ জন প্রতিদিন গড়ে ধরা পড়ছেন।
advertisement
চলতি বছরের মার্চে এই রুটে মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকে বেশ ভাল ভিড় হচ্ছে। বিশেষ করে অফিস টাইমে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে রীতিমতো ভিড় থাকে। কিন্তু হাওড়া ময়দান প্রান্তিক স্টেশন হওয়া সত্ত্বেও সেখান থেকে ট্রেনে উঠেও বসার জায়গা পাচ্ছিলেন না যাত্রীরা। সিট তো আগেভাগেই ভর্তি! এ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে মেট্রোয়। সেই সব যাত্রীকে খুঁজে বের করতেই বিশেষ অভিযান শুরু হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : বারাসতে মদ্যপ দু’ ভাইয়ের মধ্যে বচসা মেটাতে গিয়ে মৃত্যু পড়শি যুবকের, থমথমে এলাকা
অফিস টাইম বাদে বাকি সার্ভিস টাইমে ২০ মিনিট অন্তর চলে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান লাইনের মেট্রো। তা নিয়েও অভিযোগ রয়েছে যাত্রীদের। যদিও মেট্রোর বক্তব্য যথাসময়ে পরিষেবা বেড়ে যাবে। আপাতত প্রতিটি স্টেশনে ঘোষণার পাশাপাশি চলছে কড়া নজরদারি। রেলরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই চলছে অভিযান। সে অর্থে আর্থিক জরিমানা করা না হলেও, তাঁদের স্টেশনের বাইরে পাঠিয়ে, ফের মেট্রো যাত্রা করানো হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Howrah Esplanade Metro Railways: ৫ মিনিটের যাত্রাপথেও চাই বসার আসন! ইচ্ছে করে উল্টোপথে যাত্রা মেট্রোরেলে! উলটপুরাণের যাত্রীদের ধরতে কড়া পদক্ষেপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement