Barasat News: বারাসতে মদ্যপ দু’ ভাইয়ের মধ্যে বচসা মেটাতে গিয়ে মৃত্যু পড়শি যুবকের, থমথমে এলাকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Barasat News:আহত অবস্থায় শঙ্করকে প্রথমে ভর্তি করা হয় বারাসত হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে।
জিয়াউল আলম,বারাসাত: মদ্যপ দু’ ভাইয়ের মধ্যে বচসা মেটাতে গিয়ে বারাসাতে মৃত্যু হল প্রতিবেশী এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারাসতের তাঁতিপাড়া এলাকায়। নিহতের নাম শঙ্কর সর্দার (৩৩)।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানিয়েছেন মদ্যপ দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল মেটাতে গেলে শঙ্করের বুকে লাথি মেরে তাঁকে মাটিতে ফেলে দেওয়া হয়। সে সময় তাঁর মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় শঙ্করকে প্রথমে ভর্তি করা হয় বারাসত হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন : সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টেস্ট! সন্তানকে এই ঘরোয়া খাবারগুলি খাওয়ান! সুপারফাস্ট মনে থাকবে পড়া! রেজাল্ট হবে ফাটাফাটি
এই ঘটনার জেরে এলাকায় একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তাঁর পরিবারের দাবি, ইচ্ছাকৃতভাবে পূর্বপরিকল্পনা করে তাঁকে মারা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত এক ভাইকে গ্রেফতার করলেও অন্য একজন পলাতক
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2024 9:15 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat News: বারাসতে মদ্যপ দু’ ভাইয়ের মধ্যে বচসা মেটাতে গিয়ে মৃত্যু পড়শি যুবকের, থমথমে এলাকা