Punjab Election Results 2022: জয়ের পর ভগবন্তের সঙ্গে ছবি শেয়ার করলেন কেজরিওয়াল, প্রায় ৯০ ছুঁয়ে ফেলছে আপ

Last Updated:

Punjab Election Results 2022: মুখ্যমন্ত্রী পদে আপের দু'বারের সাংসদ নিজের নাম শোনার পরে কেঁদে কেজরিওয়ালকে জড়িয়ে ধরেছিলেন।

ছবি: ট্যুইটার
ছবি: ট্যুইটার
#চণ্ডীগড়: ইতিহাস তৈরির পর পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে ছবি শেয়ার করলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই ছবির উপরে তিনি লিখলেন, পঞ্জাবের মানুষকে ধন্যবাদ বিপ্লব ঘটিয়ে দেওয়ার জন্য। সত্যিই, পঞ্জাবে কার্যত ইতিহাস তৈরি হতে চলেছে এই নির্বাচনের পরে। পঞ্জাবে কংগ্রেস সরকারকে পরাস্ত করে ক্ষমতা দখল করতে চলেছে আপ। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভার মধ্যে এখনও পর্যন্ত মোট ১১৭ আসনের প্রাথমিক ফলাফল পাওয়া গিয়েছে। এর মধ্যে ৮৭টি আসনে এগিয়ে রয়েছে আপ, মাত্র ১৮টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, ৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, শিরোমণি অকালি দল এগিয়ে রয়েছে ৬টি আসনে।
পঞ্জাবের রাজনীতিতে শেষ এক বছরে বিপুল নাটক দেখেছে দেশ। শুধু তাই নয়, পঞ্জাবে কংগ্রেসের অন্দরে দেখা দিয়েছে তীব্র কলহ। চার বছরের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দল ছেড়ে দল গড়ে যোগ দিয়েছে বিজেপির সঙ্গে। মুখ্যমন্ত্রী বদলেছে কংগ্রেসের। মুখ্যমন্ত্রী পদে বসেছেন চরণজিৎ চান্নি। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসেছেন নভজ্যোত সিং সিধু।
advertisement
advertisement
অন্য দিকে ধূমকেতুর মতো উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। কংগ্রেস ও বিজেপি ছাড়া আর কোনও দল একসঙ্গে দুটি রাজ্যে এখন ক্ষমতায় নেই। সেই ইতিহাস পাল্টাতে শুরু করেছে আপ। এ বারে আপ-এর সরকার দেখছে পঞ্জাব। এর মধ্যে উঠে আসছে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগমন্ত মানের নামও। তিনি কার্যত আপ ঢেউয়ের মাথায় চড়ে নতুন তারকা হতে চলেছে জাতীয় রাজনীতি ও পশ্চিম ভারতের রাজনীতির।
advertisement
মুখ্যমন্ত্রী পদে আপের দু'বারের সাংসদ নিজের নাম শোনার পরে কেঁদে কেজরিওয়ালকে জড়িয়ে ধরেছিলেন। আর ধরবেন তো বটেই, রাজনীতিতে তাঁর উত্থান যে একে বারে ধূমকেতুর মতো। জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে পঞ্জাবে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পছন্দ করতে ফোন লাইন খুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে নাকি বন্যার জলের মতো এসেছিল দলের কর্মীদের ফোন, সকলেই ভগবন্ত মানকে সামনে রাখতে বলেছিলেন। তাতেই শেষ পর্যন্ত বিনা-লড়াইয়ে প্রধান মুখ হয়েছিলেন তিনি। কেজরিওয়াল আগেই বলেছিলেন, 'জনতা চুনেগি আপনা সিএম।' সেই স্লোগানেই শেষ পর্যন্ত বাজিমাত করলেন মান। হলেন আম আদমির মুখ্যমন্ত্রী।
advertisement
আপের প্রচারের অন্যতম পরিকল্পক, দিল্লির গ্রেটার কৈলাসের বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেছেন, ভগবন্ত মানের পঞ্জাবে জাত, পাত, ধর্ম নির্বিশেষে একটা গ্রহণযোগ্যতা আছে। একেবারে দরিদ্র মানুষের মধ্যেও তিনি বিপুল ভাবে জনপ্রিয়। দলিত, শিখ, হিন্দু, সব জাতের দরিদ্র মানুষদের মধ্যে মানের জনপ্রিয়তা আছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab Election Results 2022: জয়ের পর ভগবন্তের সঙ্গে ছবি শেয়ার করলেন কেজরিওয়াল, প্রায় ৯০ ছুঁয়ে ফেলছে আপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement